টাওয়ার জুড়ে সবুজায়ন, নজির গড়ল সিঙ্গাপুর

সবুজায়নের পথে আরও একধাপ এগিয়ে গেল এই শহর। রুফটপে সারিসারি গাছ। ছাদ থেকে শুরু করে পোডিয়াম, সবুজায়নের ছোঁয়া সবেতেই। এমনটাই এখন চেনা পরিচিত দৃশ্য রবিনসন টাওয়ারের।

২০১৪ সালে সিঙ্গাপুর সরকার একটি আইন পাশ করায়। আইনের নিয়মানুসারে, যে-কোনো প্রকার উন্নয়নের জন্য যদি কোনো উদ্ভিদ সমৃদ্ধ অঞ্চল কেটে ফেলা হয়, তার পরিবর্তে সমান সংখ্যক সবুজ উদ্ভিদের ব্যবস্থা করে দিতে হবে এবং ওই বনাঞ্চলে সাধারণ মানুষের প্রবেশাধিকার থাকতে হবে। এই আইনেরই ফলশ্রুতি ক্যাম্পাং অ্যাডমিরালটি, ওয়েসিস টেরাসেস।

২৫৯,৪০০ বর্গফুটের কুড়ি তলার এই টাওয়ারের ভিতরে আছে বাগান, পকেট গ্রিনারি যা গুল্ম জাতীয় উদ্ভিদে পরিপূর্ণ। কোন্ পেডারসন ফক্সের ডিজাইনার ও পরিচালক ব্রুস ফিসারের কথায়, সরকারের দেওয়া ওই শর্তগুলিই তাঁদের ডিজাইনকে সাফল্যমণ্ডিত করে তুলেছে। এই টাওয়ারটির ছাদ এখন সবুজে ছাওয়া।

নিজেদের শহরকে বিশ্বের কাছে এভাবেই তুলে ধরে অনন্য নজির স্থাপন করল সিঙ্গাপুর।

More From Author See More