বগা ঠুঁটি, বগা ঠুঁটি
বগও তো (বকও তো) নয়
উড়ে উড়ে পেখম ধরে
ময়ূরও তো নয়
মানুষ খায় গরু খায়
বাঘও তো নয়
শহরে বন্দরে ফেরে
চোরও তো নয়/ প্রচলিত ছিকুলি/ পুরনো কলকাতা
ভাদুয়া ঘি, ভাদোয়া ঘি/ মোষের দুধের ঘি/ পুরনো কলকাতা
দেশী ঘি/ শুধু দেশী ঘি সে বনা সামোসা/ হিন্দিবলয়
পিঁজরা পোল/ যেখানে খোঁয়াড়ের জন্য ধরা গরু-বাছুর ইত্যাদিকে রাখার জায়গা/ পশ্চিমবঙ্গ
বেসন কা লাড্ডু (লড্ডু)/ বেসনের লাড্ডু/ হিন্দিবলয়
মগধ কা লাড্ডু (লড্ডু)/ মুগের লাড্ডু/ হিন্দিবলয়
ক্ষীর কা লাড্ডু (লড্ডু)/ ক্ষীরের তৈরি লাড্ডু/ হিন্দিবলয়
দুধ কা লাড্ডু (লড্ডু)/ ক্ষীরের তৈরি লাড্ডু/ হিন্দিবলয়
ভাবনা কিলো ভাবি
নাভির নিচে রাখা আছে
গুপ্তধনের চাবি
চেক ভাঙাবি আর খাবি/ প্রচলিতস খিস্তি ছিকুলি/ পুরনো কলকাতা
নরোয়া মে ডুবকি লাগাও/ নর্দমায় ডুব দাও/ হিন্দিবলয়
গঙ্গাজি মে ডুবকি লাগাও/ গঙ্গায় ডুব দাও/ হিন্দিবলয়
পাতলি গল্লি সে ফুট/ পালা পালা/ হিন্দিবলয়
ফুট বে/ পালা পালা/ হিন্দিবলয়
কিচড়/ কাদা/ হিন্দিবলয়
সেদে সেদে (সেধে) কথা নয়
গুয়ের পোকা বেছে খায়/ প্রচলিত ছিকুলি/ পশ্চিমবঙ্গ
নুনে জোবড়ায় আর খায়/ নুনে ডোবায় আর খায়/ পশ্চিমবঙ্গ
লঙ্কা ডিঙাইল ব্যাটা
তার নাম কী
দশ আনার দু আনা পাই
আমরা জানি কী/ প্রচলিত ছিকুলি-কথা/ পশ্চিমবঙ্গ
আজি হইতে হইল রে ভাই
সমানে সমান
লঙ্কা ডিঙাইল ব্যাটা
বীর হনুমান/ প্রচলিত ছিকুলি/ পশ্চিমবঙ্গ
গ্রিন রুমে বসে চেয়েছিলাম এক মুঠো মুড়ি
দিয়েছিলি শালা?
এখন তো নীতা উদ্ধারে আমার ঢেঁড়া-কাঁচকলা/ প্রচলিত কথা/ পশ্চিমবঙ্গ
আহাম্মক নাম্বার দুই
যে চালে দেয় পুঁই/ প্রচলিত ছিকুলি/ পশ্চিমবঙ্গ
হাত মারা, মুঠ মারা/ হস্তমৈথুন করা/ পশ্চিমবঙ্গ, হিন্দিবলয়
চরুকে পিট, চড়ুকে পিট/ লোককে বোকা বানিয়ে জীবন কাটান/ পশ্চিমবঙ্গ
হুনিয়ারি/ বজ্জাতি, বজ্জাত/ পূর্ববঙ্গ, বরিশাল
দাগ মারা, দাগ ধরা/ খুঁত ধরা/ পূর্ববঙ্গ
দাগী/ ছুঁতো/ পূর্ববঙ্গ
বলতো পাথরবাটি
তোর বউকে নিয়ে সাঁতার কাটি/ প্রচলিত ছিকুলি/ পশ্চিমবঙ্গ
নাপতে/ নাপিত, নাপতে ব্যাটা, সম্বোধনে/ পশ্চিমবঙ্গ
কচুপোড়া খা/ মৃদু গালি/ পশ্চিমবঙ্গ
মান ভাতে খা/ একই অর্থ/ পশ্চিমবঙ্গ
আলু ভাতে খা/ একই অর্থ/ পশ্চিমবঙ্গ
চড়াম চড়াম/ অনুব্রত মণ্ডল প্রবর্তিত থ্রেট বাক্য/ পশ্চিমবঙ্গ
গুড় বাগসা/ একই অর্থ প্রায়/ পশ্চিমবঙ্গ
মুলো কোলা সম্পর্ক/ যে সম্পর্ক শেষ করে দেওয়া হল/ পশ্চিমবঙ্গ
চিলো চিলো/ চিলের পেছনে দৌড়নো, চিলো চিলো বলতে বলতে/ পশ্চিমবঙ্গ
খাতিরখুতির নেই/ খাতির করব না/ পশ্চিমবঙ্গ
নখের কুনি, জলের গেঁড়ি/ তুচ্ছ করা/ পশ্চিমবঙ্গ
বাবার লাইন/ তারকেশ্বর লাইন— ট্রেন লাইন/ পশ্চিমবঙ্গ
এমন বউ আনলি মদন
গুষ্টি সুদ্ধু কেলোচোদন/ প্রচলতি খিস্তি-কথন/ পশ্চিমবঙ্গ
ভর দুকুরে (দুপুরে) নাঙের বাড়ি
জুটবে গলায় কলসি-দড়ি/ প্রচলিত খিস্তি-কথন/ পশ্চিমবঙ্গ
পা বাড়ায়ে আসে (আছে)/ যে বেড়াতে যেতে চায়/ পূর্ববঙ্গ
মাকুন্দ, মাকুইন্দা/ যার দাড়ি গোঁফ গজায় না/ পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ
যদি দেখ মাকুন্দ চোপা
সামনে না বাড়াও বাঁ পা/ প্রচলিত কথা/ পশ্চিমবঙ্গ
অ্যাত টক অ্যাত টক যে
বাঘের মাগগে দিলে ছুইট্যা পলায়/ প্রচলিত কথা/ পূর্ববঙ্গ
জে এম টি টি/ জাতে মাতাল তালে ঠিক, প্রচলিত কথা/ পশ্চিমবঙ্গ
ধ্যাওচ্যাও নাই/ চেহারার কোনো গড়নের ঠিক নেই/ পূর্ববঙ্গ
পগারে, পগারিয়া/ অপরাধ জগতে থাকা লোক/ পশ্চিমবঙ্গ
পগানো, পকানো/ নিজের দিকে আনার চেষ্টা/ পশ্চিমবঙ্গ
ভরের মাইয়া/ পূর্ববঙ্গ
ভবের খেলা/ পৃথিবীতে থাকা/ পশ্চিমবঙ্গ
টুরি/ ছোটো/ পূর্ববঙ্গ
টুইরা/ ছোটো/ পূর্ববঙ্গ
ট্যারা হয়ে গেল/ নষ্ট হয়ে গেল— টিউব লাইট ট্যারা হয়ে গেল/ পশ্চিমবঙ্গ
কইড়া জাভাল/ রূপকথার গল্পে কড়ির পাহাড়/ পূর্ববঙ্গ
জলসা/ জোলো/ গানের অণু
পগাইদা/ যে পগায়, অক্লেশে/ পশ্চিমবঙ্গ
ফটিচর, ফাটিচর/ ছেঁড়াখোঁড়া/ হিন্দিবলয়
ভদ্দা/ বাজে/ হিন্দিবলয়
হাড় খাব মাস খাব
চামড়া দিয়ে ডুগডুগি বাজাব/ প্রচলিত ছিকুলি/ পশ্চিমবঙ্গ
মালে মালে
মালোৎসব/ মদের ছড়াছড়ি/ পশ্চিমবঙ্গ
টুরটুরি, টট্টরি/ খুব কথা বলে, চতুর/ পশ্চিমবঙ্গ
টুকটুকি/ ছোটো মেয়েকে আদর করে ডাকা/ পশ্চিমবঙ্গ
টাউক্কাটুক/ লাট্টু/ পূর্ববঙ্গ
টকের জ্বালায় ভয় পেয়ে
তেঁতুলতলায় বাস/ প্রচলিত ছিকুলি/ পশ্চিমবঙ্গ
ঝুমতি জবানি, জওয়ানি/ যে যৌবন উলসে ওঠে/ হিন্দিবলয়
ঢলতি জওয়ানি/ প্রায় বিগত হয়ে যাওয়া যৌবন/ হিন্দিবলয়
চঢ়তি জওয়ানি/ যে যৌবন ফুলে ফেঁপে উঠেছে/ হিন্দিবলয়
পাগড়িদার/ সম্মানিত জন/ হিন্দিবলয়
আরও পড়ুন
ভাষা ক্রম, ভাষা বিক্রম
শুখ গ্যয়ে মির্চা
তিত হ্যায় উতনি
বুঢ়া ভয়েহো বাবা
শখ হ্যায় উতনি/ প্রচলিত কহাবত/ হিন্দিবলয়
মাই কা লাল/ মায়ের ব্যাটা/ হিন্দিবলয়
ভটকতে আত্মা (আতমা)/ অভিশপ্ত আত্মা/ হিন্দিবলয়
মখখন, মখখন/ মাখন, মাখন/ হিন্দিবলয়
দিয়া কা ঘর/ প্রদীপের ঘর/ হিন্দিবলয়
গুডিয়া-ঘর/ পুতুলের ঘর/ হিন্দিবলয়
চুল্লু ভর পানি মে
ডুবকি লাগাকে মরো/ এক আঁজলা জলে ডুবে মরো/ হিন্দিবলয়
থুকা তো রাজা কি তরা/ রাজার মতো থুতু ফেলো/ হিন্দিবলয়
পিয়াস না মানে ধোবি কি ঘাট
জওয়ানি না মানে জাত-বেজাত/ প্রচলিত কহাবত/ হিন্দিবলয়
সাঁপ কো বিলসে নিকালকে মারো/ প্রচলিত কহাবত/ হিন্দিবলয়
ইটাপাথর, ইটা পত্থর চালানো/ ইট-পাথর ছোঁড়া/ হিন্দিবলয়
আস্তিন কা সাঁপ/ ঘরশত্রু/ হিন্দিবলয়
আলতু/ আদুরে/ পশ্চিমবঙ্গ
টোকো/ খুব তক/ পশ্চিমবঙ্গ
ঘাড়ে পাউডার দেওয়া লোক/ আরাই লোক, কাপ্তেন/ পশ্চিমবঙ্গ
ঘাড়েগর্দানে/ মোটা গলা ও ঘাড় যার/ পশ্চিমবঙ্গ
নিদ আয়ে তো খোয়ার আয়ে
খোয়াব আয়ে তো তুম আয়ে
লেকিন যব তুম আয়ে
না নিদ আয়ে না খোয়াব আয়ে/ উর্দু শের/ হিন্দিবলয়
আকর মেরি কব্রু পে কিসনে দিয়া জ্বালা দিয়া
বিজলী তড়প কর গির পড়ি
সারা কফন জ্বালা দিয়া
চ্যায়ন সে শোয়ে থে হম কব্রু পে
কিসনে পতা তো দিয়া/ উর্দু শের/ হিন্দিবলয়
আরও পড়ুন
ভাষা ক্যারদানি, ভাষা গ্যাঞ্জাম
Powered by Froala Editor
আরও পড়ুন
ভাষা কুলঙ্গি, ভাষা পিদ্দিম