কথার ধাক্কা, কথার প্রেম

বগা ঠুঁটি, বগা ঠুঁটি
বগও তো (বকও তো) নয়
উড়ে উড়ে পেখম ধরে
ময়ূরও তো নয়
মানুষ খায় গরু খায়
বাঘও তো নয়
শহরে বন্দরে ফেরে
চোরও তো নয়/ প্রচলিত ছিকুলি/ পুরনো কলকাতা

ভাদুয়া ঘি, ভাদোয়া ঘি/ মোষের দুধের ঘি/ পুরনো কলকাতা
দেশী ঘি/ শুধু দেশী ঘি সে বনা সামোসা/ হিন্দিবলয়
পিঁজরা পোল/ যেখানে খোঁয়াড়ের জন্য ধরা গরু-বাছুর ইত্যাদিকে রাখার জায়গা/ পশ্চিমবঙ্গ
বেসন কা লাড্ডু (লড্ডু)/ বেসনের লাড্ডু/ হিন্দিবলয়
মগধ কা লাড্ডু (লড্ডু)/ মুগের লাড্ডু/ হিন্দিবলয়
ক্ষীর কা লাড্ডু (লড্ডু)/ ক্ষীরের তৈরি লাড্ডু/ হিন্দিবলয়
দুধ কা লাড্ডু (লড্ডু)/ ক্ষীরের তৈরি লাড্ডু/ হিন্দিবলয়

ভাবনা কিলো ভাবি
নাভির নিচে রাখা আছে
গুপ্তধনের চাবি
চেক ভাঙাবি আর খাবি/ প্রচলিতস খিস্তি ছিকুলি/ পুরনো কলকাতা

নরোয়া মে ডুবকি লাগাও/ নর্দমায় ডুব দাও/ হিন্দিবলয়
গঙ্গাজি মে ডুবকি লাগাও/ গঙ্গায় ডুব দাও/ হিন্দিবলয়
পাতলি গল্লি সে ফুট/ পালা পালা/ হিন্দিবলয়
ফুট বে/ পালা পালা/ হিন্দিবলয়
কিচড়/ কাদা/ হিন্দিবলয়

সেদে সেদে (সেধে) কথা নয়
গুয়ের পোকা বেছে খায়/ প্রচলিত ছিকুলি/ পশ্চিমবঙ্গ
নুনে জোবড়ায় আর খায়/ নুনে ডোবায় আর খায়/ পশ্চিমবঙ্গ

লঙ্কা ডিঙাইল ব্যাটা
তার নাম কী
দশ আনার দু আনা পাই
আমরা জানি কী/ প্রচলিত ছিকুলি-কথা/ পশ্চিমবঙ্গ

আজি হইতে হইল রে ভাই
সমানে সমান
লঙ্কা ডিঙাইল ব্যাটা
বীর হনুমান/ প্রচলিত ছিকুলি/ পশ্চিমবঙ্গ

গ্রিন রুমে বসে চেয়েছিলাম এক মুঠো মুড়ি
দিয়েছিলি শালা?
এখন তো নীতা উদ্ধারে আমার ঢেঁড়া-কাঁচকলা/ প্রচলিত কথা/ পশ্চিমবঙ্গ

আহাম্মক নাম্বার দুই
যে চালে দেয় পুঁই/ প্রচলিত ছিকুলি/ পশ্চিমবঙ্গ

হাত মারা, মুঠ মারা/ হস্তমৈথুন করা/ পশ্চিমবঙ্গ, হিন্দিবলয়
চরুকে পিট, চড়ুকে পিট/ লোককে বোকা বানিয়ে জীবন কাটান/ পশ্চিমবঙ্গ
হুনিয়ারি/ বজ্জাতি, বজ্জাত/ পূর্ববঙ্গ, বরিশাল
দাগ মারা, দাগ ধরা/ খুঁত ধরা/ পূর্ববঙ্গ
দাগী/ ছুঁতো/ পূর্ববঙ্গ

বলতো পাথরবাটি
তোর বউকে নিয়ে সাঁতার কাটি/ প্রচলিত ছিকুলি/ পশ্চিমবঙ্গ

নাপতে/ নাপিত, নাপতে ব্যাটা, সম্বোধনে/ পশ্চিমবঙ্গ
কচুপোড়া খা/ মৃদু গালি/ পশ্চিমবঙ্গ
মান ভাতে খা/ একই অর্থ/ পশ্চিমবঙ্গ
আলু ভাতে খা/ একই অর্থ/ পশ্চিমবঙ্গ
চড়াম চড়াম/ অনুব্রত মণ্ডল প্রবর্তিত থ্রেট বাক্য/ পশ্চিমবঙ্গ
গুড় বাগসা/ একই অর্থ প্রায়/ পশ্চিমবঙ্গ
মুলো কোলা সম্পর্ক/ যে সম্পর্ক শেষ করে দেওয়া হল/ পশ্চিমবঙ্গ
চিলো চিলো/ চিলের পেছনে দৌড়নো, চিলো চিলো বলতে বলতে/ পশ্চিমবঙ্গ
খাতিরখুতির নেই/ খাতির করব না/ পশ্চিমবঙ্গ
নখের কুনি, জলের গেঁড়ি/ তুচ্ছ করা/ পশ্চিমবঙ্গ

বাবার লাইন/ তারকেশ্বর লাইন— ট্রেন লাইন/ পশ্চিমবঙ্গ

এমন বউ আনলি মদন
গুষ্টি সুদ্ধু কেলোচোদন/ প্রচলতি খিস্তি-কথন/ পশ্চিমবঙ্গ

ভর দুকুরে (দুপুরে) নাঙের বাড়ি
জুটবে গলায় কলসি-দড়ি/ প্রচলিত খিস্তি-কথন/ পশ্চিমবঙ্গ

পা বাড়ায়ে আসে (আছে)/ যে বেড়াতে যেতে চায়/ পূর্ববঙ্গ
মাকুন্দ, মাকুইন্দা/ যার দাড়ি গোঁফ গজায় না/ পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ

যদি দেখ মাকুন্দ চোপা
সামনে না বাড়াও বাঁ পা/ প্রচলিত কথা/ পশ্চিমবঙ্গ

অ্যাত টক অ্যাত টক যে
বাঘের মাগগে দিলে ছুইট্যা পলায়/ প্রচলিত কথা/ পূর্ববঙ্গ

জে এম টি টি/ জাতে মাতাল তালে ঠিক, প্রচলিত কথা/ পশ্চিমবঙ্গ
ধ্যাওচ্যাও নাই/ চেহারার কোনো গড়নের ঠিক নেই/ পূর্ববঙ্গ
পগারে, পগারিয়া/ অপরাধ জগতে থাকা লোক/ পশ্চিমবঙ্গ
পগানো, পকানো/ নিজের দিকে আনার চেষ্টা/ পশ্চিমবঙ্গ
ভরের মাইয়া/ পূর্ববঙ্গ
ভবের খেলা/ পৃথিবীতে থাকা/ পশ্চিমবঙ্গ
টুরি/ ছোটো/ পূর্ববঙ্গ
টুইরা/ ছোটো/ পূর্ববঙ্গ
ট্যারা হয়ে গেল/ নষ্ট হয়ে গেল— টিউব লাইট ট্যারা হয়ে গেল/ পশ্চিমবঙ্গ
কইড়া জাভাল/ রূপকথার গল্পে কড়ির পাহাড়/ পূর্ববঙ্গ
জলসা/ জোলো/ গানের অণু
পগাইদা/ যে পগায়, অক্লেশে/ পশ্চিমবঙ্গ
ফটিচর, ফাটিচর/ ছেঁড়াখোঁড়া/ হিন্দিবলয়
ভদ্দা/ বাজে/ হিন্দিবলয়

হাড় খাব মাস খাব
চামড়া দিয়ে ডুগডুগি বাজাব/ প্রচলিত ছিকুলি/ পশ্চিমবঙ্গ

মালে মালে
মালোৎসব/ মদের ছড়াছড়ি/ পশ্চিমবঙ্গ

টুরটুরি, টট্টরি/ খুব কথা বলে, চতুর/ পশ্চিমবঙ্গ
টুকটুকি/ ছোটো মেয়েকে আদর করে ডাকা/ পশ্চিমবঙ্গ
টাউক্কাটুক/ লাট্টু/ পূর্ববঙ্গ

টকের জ্বালায় ভয় পেয়ে
তেঁতুলতলায় বাস/ প্রচলিত ছিকুলি/ পশ্চিমবঙ্গ

ঝুমতি জবানি, জওয়ানি/ যে যৌবন উলসে ওঠে/ হিন্দিবলয়
ঢলতি জওয়ানি/ প্রায় বিগত হয়ে যাওয়া যৌবন/ হিন্দিবলয়
চঢ়তি জওয়ানি/ যে যৌবন ফুলে ফেঁপে উঠেছে/ হিন্দিবলয়
পাগড়িদার/ সম্মানিত জন/ হিন্দিবলয়

আরও পড়ুন
ভাষা ক্রম, ভাষা বিক্রম

শুখ গ্যয়ে মির্চা
তিত হ্যায় উতনি
বুঢ়া ভয়েহো বাবা
শখ হ্যায় উতনি/ প্রচলিত কহাবত/ হিন্দিবলয়

মাই কা লাল/ মায়ের ব্যাটা/ হিন্দিবলয়
ভটকতে আত্মা (আতমা)/ অভিশপ্ত আত্মা/ হিন্দিবলয়
মখখন, মখখন/ মাখন, মাখন/ হিন্দিবলয়
দিয়া কা ঘর/ প্রদীপের ঘর/ হিন্দিবলয়
গুডিয়া-ঘর/ পুতুলের ঘর/ হিন্দিবলয়

চুল্লু ভর পানি মে
ডুবকি লাগাকে মরো/ এক আঁজলা জলে ডুবে মরো/ হিন্দিবলয়

থুকা তো রাজা কি তরা/ রাজার মতো থুতু ফেলো/ হিন্দিবলয়

পিয়াস না মানে ধোবি কি ঘাট
জওয়ানি না মানে জাত-বেজাত/ প্রচলিত কহাবত/ হিন্দিবলয়

সাঁপ কো বিলসে নিকালকে মারো/ প্রচলিত কহাবত/ হিন্দিবলয়
ইটাপাথর, ইটা পত্থর চালানো/ ইট-পাথর ছোঁড়া/ হিন্দিবলয়
আস্তিন কা সাঁপ/ ঘরশত্রু/ হিন্দিবলয়
আলতু/ আদুরে/ পশ্চিমবঙ্গ
টোকো/ খুব তক/ পশ্চিমবঙ্গ
ঘাড়ে পাউডার দেওয়া লোক/ আরাই লোক, কাপ্তেন/ পশ্চিমবঙ্গ
ঘাড়েগর্দানে/ মোটা গলা ও ঘাড় যার/ পশ্চিমবঙ্গ

নিদ আয়ে তো খোয়ার আয়ে
খোয়াব আয়ে তো তুম আয়ে
লেকিন যব তুম আয়ে
না নিদ আয়ে না খোয়াব আয়ে/ উর্দু শের/ হিন্দিবলয়

আকর মেরি কব্রু পে কিসনে দিয়া জ্বালা দিয়া
বিজলী তড়প কর গির পড়ি
সারা কফন জ্বালা দিয়া
চ্যায়ন সে শোয়ে থে হম কব্রু পে
কিসনে পতা তো দিয়া/ উর্দু শের/ হিন্দিবলয়

আরও পড়ুন
ভাষা ক্যারদানি, ভাষা গ্যাঞ্জাম

Powered by Froala Editor

আরও পড়ুন
ভাষা কুলঙ্গি, ভাষা পিদ্দিম

Latest News See More