ভাষার চলন, ভাষা চলন

আদেইখলার অইল (হইল) কাপড়/ আদেখলার কাপড় হলে যা হয়/ ঢাকা (পূর্ববঙ্গ)
মাগগো করে ফাপর ফাপর/ একই অর্থ/ ঢাকা, পূর্ববঙ্গ
ডামিশ/ বদমাইশ/ ইলাহাবাদ
পুরানা ছচ্ছুন্দর/ বদমাইশ/ ঘাঘু/ ইলাহাবাদ
টালি বেরিয়ে গেছে/ টাক বেরিয়ে গেছে/ টাক ফেলেছে (উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গ)
টাকলামাকান/ টেকো/ পশ্চিমবঙ্গ
কুমড়ো/ বাঁজা/ পশ্চিমবঙ্গ
ছছুন্দর কা শর পে চামেলি কা তেল/ বাঁদরের গলায় মুক্তোর মালা/ ইলাহাবাদ
পিতলা শখ/ ফালতু জিনিস কেনার শখ/ ঢাকা, পূর্ববঙ্গ
হুড়ুম/ মুড়ি/ পূর্ববঙ্গ
খাইপ্ট্যা/ বাজে লোক/ ফরিদপুর, পূর্ববঙ্গ
মাধাই/ বোকা লোক/ ফরিদপুর, পূর্ববঙ্গ
উদ্ধব/ মূর্তি, মূর্তিমান/ ফরিদপুর, পূর্ববঙ্গ
টোকাই/ রাস্তা থেকে যারা তথাকথিত বাতিল জিনিস কুড়োয়/ পূর্ববঙ্গ
বোকচন্দর/ বোকা/ কলকাতা, পশ্চিমবঙ্গ
বগুলা ভগত/ বক ধার্মিক/ ইলাহাবাদ
উড়িপুড়ি দক্ষিণদুয়ারি/ সবকিছু ছারখার করা/ পশ্চিমবঙ্গ
উড়িপুড়ি গোবিন্দের ঘর/ একই অর্থ/ পশ্চিমবঙ্গ
তিন মাথার কাছে বুদ্ধি নেবে/ প্রবীণের কাছে বুদ্ধি নেবে/ পশ্চিমবঙ্গ
তাল বিলাইয়া তাল খাইও/ নাতিপুতির লাত্থি খাইও/ দীর্ঘায়ু হওয়ার বর/ পূর্ববঙ্গ
তাল গাছের আড়াই হাত/ কাজ অনেকই বাকি, সামান্য শেষ হয়েছে
পাগল ভালো কর মা/ প্রচলিত কথা
আল্লায় কয় ভগবান/ ঘরে ঢোকসে মুসলমান/ প্রচলিত কথা/ পূর্ববঙ্গ
শ্যাখ (শেখ)-এর লগে না করিও দোস্তি/ প্রচলিত কথা/ পূর্ববঙ্গ
যদি বা কর দোস্তি/ প্রচলিত কথা/ পূর্ববঙ্গ
ল্যাজা (সড়কি) রাখিও মধ্যস্থি/ প্রচলিত কথা/ পূর্ববঙ্গ
হস্তবূথ/ জমা, জমিদারির হিসাব/ কলকাতা
মদে টর/ মদে চুর/ কলকাতা
দুগগিবাজি/ বিশ্বাসঘাতকতা/ কলকাতা
দোগলাবাজি/ একই অর্থ/ জেলখানার ভাষা
মুখ সর্বস্ব কাঁঠাল কুসি/ মুখে বড়ো বড়ো কথা/ ফরিদপুর, পূর্ববঙ্গ
ঘুমে চোখ কড়ি কড়ি/ ঘুম এসে গেছে/ ফরিদপুর, পূর্ববঙ্গ
হাইক্যা (হাইগ্যা) ফালাইসে/ হেগে ফেলেছে/ ফরিদপুর, পূর্ববঙ্গ

একে তো উলাইল্লা বুড়ি
তার উপর ঢাকের বাড়ি
মোটে মায় রান্ধে না
তপ্ত না পান্থা/ প্রচলিত কথা/ ফরিদপুর পূর্ববঙ্গ

আমার পোলা পাগল, বউও বোঝা মাও বোঝে/ প্রচলিত কথা
সাউয়া মারানি/ গালি/ ফরিদপুর, পূর্ববঙ্গ
বাইতা সলুই/ নেংটি ইঁদুর/ ঢাকা, পূর্ববঙ্গ
এনাগো এক চাক এক চাক কইর‍্যা দেও/ ফরিদপুর, পূর্ববঙ্গ
মাইয়ার খাউজ জাইতেসে/ চুলকোচ্ছে/ ঢাকা, পূর্ববঙ্গ
ভিরকুট্টি করিয়া মুখ, চুলকাইতে বড়ো সুখ/ অণ্ডকোষ চুল/ পূর্ববঙ্গ

পাদেন ভর্গ রাজা
তথ্য মন্ত্রী টুনটুনি
ঠুস পাদে মলয়গন্ধ
ব্যোম পাদে তথৈবচ
মধ্যাহ্ন পাদে গন্ধ নাচে
নিঃশব্দ প্রাণঘাতিকা/ কলকাতা

কফফল কফফল কফফল
চোরের যাত্রা নিষ্ফল নিষ্ফল নিষ্ফল
যদ্দুর যায় কফফলেরা
সাপা বাঘা চোরা
না বাড়ায় পা
কুষো, কচ্ছপ, কাঁকড়া
কুষো, কচ্ছপ, কাঁকড়া
ঝাঁটা ঝাঁটা ঝাঁটা
জুতো জুতো জুতো
লেবু লেবু লেবু
কলা কলা কলা
পিঠা পিঠা পিঠা/ ঢাকা, পূর্ববঙ্গ

চেতসে/ রেগে গেছে/ বরিশাল, পূর্ববঙ্গ
চেত ক্যান/ রাগ কেন?/ বরিশাল, পূর্ববঙ্গ
চেতাও ক্যান/ রাগাও কেন/ বরিশাল, পূর্ববঙ্গ
রক্ষা করো মা গোঁসাই/ বরিশাল, পূর্ববঙ্গ
মুড়ি আর ভুঁড়ি/ রোগা হইলেই বিপদ/ ঢাকা, পূর্ববঙ্গ

পাগলারে পাগলা সাঁকো নাড়াইস না
ভালো কথা মনে করাইসেন মা ঠাইরেন…/ ঢাকা, পূর্ববঙ্গ
ছ্যাপ ফালাইয়া যাও, ছ্যাপ শুকাইবার আগে ফিরা আয়/ থুতু ফেলে যা আর থুতু শুকনোর আগে ফিরে আয়/ পূর্ববঙ্গ

আরও পড়ুন
ভাষাশ্রী

রগড়ানো/ মূলত পুরলিশের মারকে বলা হয়, ভালো করে ধোলাই দেওয়া/ পশ্চিমবঙ্গ
রগড়া রগড়ি/ মারধোর/ পশ্চিমবঙ্গ
পাগড়ি/ সেলামি/ আগাম টাকা, দাদন বাড়ি-ঘর ভাড়া নেওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়/ কলকাতা
সরফরাজ/ ব্যঙ্গে, চালবাজ, কুঁড়ে, পশ্চিমবঙ্গ

বগাঠুটি বগাঠুটি বগও তো নয়
মানুষ খায়, গরু খায়, বাঘও তো নয়
শহরে বন্দরে ফেরে চোরও তো নয় / মশা/ পূর্ববঙ্গ

আরও পড়ুন
ভাষা তীর, ভাষা চুম্বন

হাতে আছে তার মাথা নাই
পেট ঝপঝপ করে
যখন-তখন সুযোগ পেলেই
আস্ত মানুষ গিলে ধরে/ কনুই/ পূর্ববঙ্গ

বন থেকে বেরল টিয়ে
সোনার টোপর মাথায় দিয়ে/ আনারস/ পশ্চিমবঙ্গ

হাতে আছে তার মাথা নাই
পেট ঝপঝপ করে
যখন-তখন পাইলে সুযোগ
আস্তা (আস্ত) মানুষ গিলে ধরে/ ফুলহাতা শার্ট/ ফরিদপুর, পূর্ববঙ্গ

আরও পড়ুন
ভাষা, ভাষান্তর

একথালা সুপুরি
গুনিতে না পারি/ আকাশ/ ফরিদপুর, পূর্ববঙ্গ

হুঁকোর জল বদলানো/ পেচ্ছাপ করা/ বর্ধমান, পশ্চিমবঙ্গ

মোর পেটের ছাও
তুমি মোরে খাইতে ঢাও/ আমার সন্তান আমাকেই বোকা বানাচ্ছে/ ফরিদপুর, পূর্ববঙ্গ

পেট খসানো/ গর্ভপাত/ পশ্চিমবঙ্গ
ধূলিস্নান/ ধুলো চান/ পশ্চিমবঙ্গ

বাপের হেগো পোঁদ খাওয়া ছেলে/ বাজে ছেলে/ পশ্চিমবঙ্গ
বাপের হেগো পোঁদ চাটা ছেলে/ একই অর্থ/ পশ্চিমবঙ্গ
বাপের হেগো পোঁদে চিনি ছড়িয়ে খা/ গালি/ পশ্চিমবঙ্গ

কুসন্তান যদি বা হয়
কুমাতা কখনও নয়/ প্রচলিত কথা/ পশ্চিমবঙ্গ

ডবল (ডাবল) ইঞ্জিন স্বামী-স্ত্রী/ দুজনে চাকুরে/ পশ্চিমবঙ্গ
শাদা কাঠি (সিগারেট) ফুঁকতে ফুঁকতে পুরো ইন্ডিয়ার ম্যাপ কমপ্লিট, খালি সিংহল এলেই বিড়ি— সিগারেট ধূমপানের পরিণতি। 

আরও পড়ুন
ভাষাতে পৃথিবী

ওয়ান টু থ্রি
কালিবাবুর বিড়ি
বিড়িতে নেই আগুন
হয়ে গেল বেগুন
বেগুনে নেই বিচি
হয়ে গেল কাঁচি
কাঁচিতে নেই ধার
হয়ে গেল হার
হারেতে নেই লকেট
হয়ে গেল পকেট
পকেটে নেই টাকা
হয়ে গেল ফাঁকা/ পশ্চিমবঙ্গ

ঝিনচ্যাক/ ঝিঙ্কু দিদি
সকপকায় গ্যয়ে/ চমকে উঠল/ ইলাহাবাদ
ঠাঁইনাড়া/ অন্য জায়গায় যাওয়া/ পশ্চিমবঙ্গ
ডিস্কো/ আজব, বিচিত্র/ পশ্চিমবঙ্গ
ডিস্কো আলো/ ঝিকিমিকি আলও/ পশ্চিমবঙ্গ
ডিস্কো জামা/ বিচিত্র শার্ট/ পশ্চিমবঙ্গ
পিঁপড়ের পোঁদ টিপে গুড় রাখা/ কৃপণ/ পশ্চিমবঙ্গ
মাইপোশ/ দুধের বোতল/ পশ্চিমবঙ্গ
মজামারা/ মজা করা/ পশ্চিমবঙ্গ
গোঁহারগেল/ গোসাপ, গুইসাপ, গোধিকা/ পশ্চিমবঙ্গ
চিপ্পু, চিপলুস/ কৃপণ/ পশ্চিমবঙ্গ
হাতভারি/ কৃপণ, একবার টাকা নিলে ফেরত দিতে চায় না/ পশ্চিমবঙ্গ
ভিজে কম্বল ভারি/ পুরনো ধার, সুদে বাড়ছে/ পশ্চিমবঙ্গ
হরি নামের খাবলা খাবলা/ ব্যঙ্গে ধর্মাচরণ/ পশ্চিমবঙ্গ
হরিকথা/ ঝগড়া, কলহ/ পশ্চিমবঙ্গ
পাদারু/ যে বার বার পাদে/ পশ্চিমবঙ্গ
পাদৌরা/ একই অর্থ/ ইলাহাবাদ
বকলমা/ পরিবর্তে কোনো কাজ করা কারোর হয়ে/ পশ্চিমবঙ্গ
ফেত্তি/ ঘুড়ির সুতো, কাটার পর/ পশ্চিমবঙ্গ
চোপ বসা/ ঘুড়ির সুতোয় আধকাটা অবস্থা তৈরি করা/ পশ্চিমবঙ্গ
হাত্তা ধরা/ ঘুড়ি কেটে যাওয়ার পর লাটাইয়ে লাগানো যে সুতো, সেই সুতো ধরে টানা/ পশ্চিমবঙ্গ
ভলকানো/ সুতো ভলকে যাওয়া/ লাটাইয়ে মাঞ্জা সুতো টাইট না হয়ে বসা/ পশ্চিমবঙ্গ
ধরা আছে/ ঘুড়ি ধরার আগে বা পরে বলা/ পশ্চিমবঙ্গ

গাই-বাদুরে ভাব থাকলে
জঙ্গলে গিয়েও দুধ দেয়/ গোপন যৌন সম্পর্ক

সইয়ের বউয়ের বোনপো বউয়ের
বকুল ফুলের নাতি
কোথাকার কে
পান্তাভাতে দে/ অনাত্মীয়/ পশ্চিমবঙ্গ

গপোরি/ যে অনবরত গল্প করে/ ইলাহাবাদ
গোত্থে/ একই অর্থ/ পশ্চিমবঙ্গ

Powered by Froala Editor