গুয়ের ডিম/ খুব ছোটো মানুষ
আপদ/ সম্বোধনে ‘আপদ’ বলা বহু মানুষের স্বভাব
ছাই ফেলতে ভাঙা কুলো/ যাকে প্রয়োজন হয় সর্ব কাজে
ফাঁকে/ ফাঁকায়/ বাইরে (হাওড়া/হুগলি)
ফাঁকে বেরনো/ বাইরে বেরনো (একই)
পোঁদে পোঁদে/ গাঁড়ে গাঁড়ে/ পেছন পেছন (একই) (হিন্দি বলয়)
ভ্যাটের ডালা/ ব্যাঙ্গার্থে, বিশেষ কোন উহারও (পূর্ববঙ্গ)
দ্বীনের লাগুর/ বড়ো কিছু একটা পাওয়া/ বড়ো গাছে দড়ি বাঁধা যেমন। (পূর্ববঙ্গ)
পির পাজি/ পাজির পা ঝাড়া (মেদিনীপুর)
আগুরি আগুরি কথা/ বাজে অমঙ্গলসূচক কথা (পূর্ববঙ্গ)
আপাইলঠা কথা/ ফালতু কথা (একই)
দূণ চোর/ শণ চোর/ পাতি চোর/ ছিঁচকে চোর (একই)
চঙ্গ/ মই (একই)
আজাইরা/ অতিরিক্ত/ বেশি বেশি (একই)
ভাদাইমা/ বেশি বকে
আজাইরা স্বামী/ ভাতার থাকলে ধনের আগায় লাগায়
আখা/ উনোন (পূর্ববঙ্গ/ মূলত ফরিদপুর)
চুঙ্গা/ কৌটো (একই/ একই)
ব্যাসকম/ বেশি-কম (একই/ একই)
স্বীকার খা/ স্বীকার কর (একই/ একই)
কিরা খা/ প্রতিজ্ঞা কর (একই/ একই)
স্যাবা দে/ নমস্কার কর (একই/ একই)
থাবগি/ ছেনানো, ছিনিয়ে নেওয়া (হাওড়া)
ডিউটি/ টহল দেওয়া (হাওড়া)
পেঁচি মাতালো/ অতিসাধারণ মাতাল (কলকাতা)
সভায় না পায় ঠায় বাড়ি আইস্যা বউ কিলায়/ বাইরে কোনোরকম পাত্তা না পেয়ে ঘুরে বেড়ানো (পূর্ববঙ্গ)
সভায় না পায় ঠায় বাড়ি আইস্যা মা কিলায়/ একই অর্থ (একই)
মূর্খের স্ত্রী, পণ্ডিতের মা গৈম্যতাং ব্যথা করে/ টিপ্যা দিয়া যা (একই)
মূর্খের স্ত্রী, পণ্ডিতের মা গৈম্যতাং ব্যথা করে/ বাত (ভাত) খামু না (একই)
শোকাতাপ/ শোক প্রাপ্ত (একই)
আতা ক্যালানে/ বোকার হদ্দ (কলকাতা)
উর ধুর খিদিরপুর/ বোকার অশেষ (একই)
উড় উড় যা পাপী/ কথার মাত্রা, প্রতিপক্ষকে থামানোর জন্য (একই)
উড় উড় যা পাপী/ ” (একই)
অন্দর-বাহার/ তাসের— তাস খেলার তরিকা (একই)
অন্দর-বাহার/ জেলেরও বাইরে, ভেতরে। থানার বাইরে, ভেতরে (একই)
ভিত্তর/ জেলে ঢুকে পড়া (একই)
ডাব্বু মাপা/ জেলে বন্দি হয়ে ডাব্বু ডাব্বু অর্থাৎ
ডাব্বু নাপা/ একই অর্থ
চারশো বিশি/ মিথ্যে বলা, মিথ্যা আচরণ
সরকারি খানা/ জেলের আহার
সরকারি ডায়েট/ একই অর্থ
সরকারি মেহমান/ জেলবন্দি
ফুটলুস/ পালিয়ে যাওয়া
ফুটল/ পালল/ পালানো
ফুটলাম/ পালালাম
ফুটব— পালাব
ফোট বে, ফোট/ চল, চল, পালা, ভাগ
দাওয়া দারু/ ওষুধ পত্তর
জরু কা গুলামও/ মাগ ভেড়ুয়া/ বউ ভেড়ুয়া
খাপচু/ কাপচু/ খুব খুব কাম উদ্রেককারী রমণী
বাপ রাজা তো রাজার ঝি/ ভাই রাজ তো আমার কী?
ফুটি কৌড়ি/ ফুটো কড়ি/ কানাকড়ি
গাবতান/ নিতম্বও, পাছা সুন্দর নারী
বেড়া পার/ জেল থেকে মুক্তি, জামিন পাওয়া
খানকি খাতা/ পুলিশের খাতা/ পুলিশের নজর
খানকি খাতায় নাম/ পুলিশের কড়া নজরে থাকা
বুর চোদি/ বুরচোদা
বেটি চোদ
মাদার চোদ
মজবুরি কা নাম গান্ধী/ বাধ্য হয়ে কোনো কাজ না করা
বাপ না মারে মেঢকি, বেটা তীরন্দাজ
গুরু গুড় হি রহে গ্যয়া, চেলা বন গ্যয়া শক্কর— গুরু যেমন কে তেমন, চেলা অনেক বড়ো
হিন্দি বলয়ে— গো বলয়ে বাঙালির মুখের কথা— তোমার মুখে ফুল-চন্দন পড়ুকও— এভাবে বদলে গেছে।
মন মন ভাওয়ে মুড়িয়া হিলাওয়ে
সুময় কা ধন শয়তান খাতা হ্যায়/ কৃপণের ধন-অর্থ শয়তানে খায়/ কৃপণের অর্থ ভূতে খায়
বখিল/ কৃপণ (ইলাহাবাদ)
বখখিলা/ কৃপণ, কিপ্টে (পূর্ববঙ্গ)
খাউবীর/ খাদক, পেটুক (ইলাহাবাদ)
ঠুসছে/ খাচ্ছে (ইলাহাবাদ)
পেট না হাইকোর্ট?/ যে অনেক খেতে পারে (একই)
দিনার/ বৃদ্ধ/ বৃদ্ধা (একই)
পুরখিন/ বৃদ্ধা (একই)
আবাহিন/ এখনই (ইলাহাবাদ)
ছাগলও/ কালীঘাট মন্দির চাতালে এর অর্থ টুপি দেওয়া যায় এমন পার্টি
উলটা চোর কোতোয়াল কো ডাঁটে/ (কাশী/ ইলাহাবাদ)
সফেদ ঝুট/ সাদা মিথ্যে (একই)
কাঁহা রাজা, কাঁহা গঙ্গু তেলি (হিন্দি বলয়ে)
পয়সা না কৌড়ি, বাজার যায় দৌরি (ইলাহাবাদ)
বগুলা ভগত (বক ধার্মিক/ হিন্দি বলয়ে)
মাই কা লাল/ মায়ের ছেলে (একই-হিন্দি বলয়ে)
আল্লা মিলাওয়ে জড়ি, ইকো অন্ধা ইকো কৌড়ি (একই)
চোর কা ডাঢ়ি মে তিনকা (একই)
আমার খোকা পাগলও, বউ-ও চেনে, মা-ও চেনে
আমার খোকা পাগলও, বউ-ও চেনে, মা-ও চেনে
আমার যে পোলাটুক খায় সে অ্যাজুক/ নাচে যেন টাউক্কাটুক/
পরের যে পোলাডা খায় সে অ্যাতডা/ নাচে যেন দানোটা (পূর্ববঙ্গ)
দোল রে দোলে/ কাডাল খাইয়া ফোলে
দোলে রে মাল/ চন্দনী কপাল
দুদুভাতু খাইয়া মালরও ভুতু ভুতু গাল (পূর্ববঙ্গ)
খাইসে/ এই রে, খেয়েছে (পূর্ববঙ্গ)
রঙের গোলামও/ তুচ্ছাতিতুচ্ছ লোক (পশ্চিমবঙ্গ)
ছুঁচোর গোলাম চামচিকে/ (একই অর্থ, পশ্চিমবঙ্গ)
ছ্যারা/ কমবয়সি ছেলে (পূর্ববঙ্গ)
ছ্যামড়া/ একই অর্থ (পূর্ববঙ্গ)
ছেমড়ি/ কমবয়সি মেয়ে
ছেলের থেকে ছেলের গু ভারি/
ঢাকে কাঠি— উৎসব শুরু (পশ্চিমবঙ্গ)
মণ্ডপ ব্যাঁকা— তুচ্ছ করা, তুমি না আইলে মণ্ডপ বাঁকা আইব না (পূর্ববঙ্গ)
দিন আখেরি— শেষের সে দিন ঘনিয়ে আসা (পূর্ববঙ্গ)
লিচড়/ নীচ, কৃপণ
পরায়া ধন/ কন্যা
পরহস্ত ধন/ অন্যের হাতে টাকা
থাকতে দিল না টুরে/ মরলে দেবে ব্যানা গাছে মুড়ে (পশ্চিমবঙ্গ)
থাকতে দিল না পিছা (ঝাঁটা)-র বাড়ি/ মরলে দিব শ্রী আঙটি (পূর্ববঙ্গ)
আদেখলার ঘটি হল/ জল খেয়ে খেয়ে পেট ফুললআদেখলার হইল নাতি/ নাম রাখসে আশ্বিন আর কার্তিক (একই)
আদেখলার হইল পুত/ নাম রাখিল যমদূত (একই)
আমি তোমায় বড়ো ভালোবাসি/ মাছ খেয়ে কাঁটা রাখি (পশ্চিমবঙ্গ)
বলি কী সে আর কীসে ধানে আর তুষে (পশ্চিমবঙ্গ)
ন্যাকা মাগির কয় ছেলে/ ভাতার নিয়ে নয় ছেলে (পশ্চিমবঙ্গ)
ন্যাকা ন্যাকা কতা (কথা নয়)/ বারোটাকা দিয়ে তেরো টাকা চায় (পশ্চিমবঙ্গ)
ইনি আবার কিনি
বিন্দে দাসীর ঝি বেগুন গাছটা দেকে (দেখে) বলে/ এটা আবার কী? (পশ্চিমবঙ্গ)
কেষ্টদাসীর ঝি পায়েস রান্না দেকে (দেখে) বলে, এটা আবার কী? (একই)
গাঁড় কাট (গাঁড় কাঠ)/ পিঁড়ি/ পিঁড়ে (একই)
চুদুরবুদুর— বাড়াবাড়ি (একই)
নট টু মাজাকি মার টু গাঁড়/ চালাকি করো না (পশ্চিমবঙ্গ)
চোটে/ সম্বোধন (পশ্চিমবঙ্গ)
কোম্পানি/ ‘এ কোম্পানি—’/ সম্বোধন (পশ্চিমবঙ্গ)
পাইকের/ বড়ো গোছের কেউ, ব্যঙ্গার্থে (পশ্চিমবঙ্গ)
সাউকারি/ চালাকি
ছিটেল/ ছিটিয়াল/ পাগল (পশ্চিমবঙ্গ)
তারকাটা/ একই অর্থ (একই)
দশটা দশা/ যে পা ছড়িয়ে হাঁটে (একই)
শালার ব্যাটা শালা/ তুচ্ছ (একই)
দুর— দুঃশালা/ দূরের শ্যালকও— দূর সম্পর্কের শ্যালক বা শালা/ (একই)
পয়দা/ পয়দা খাওয়া/ পরিশ্রম না করে টাকা নেওয়া (একই)
ক্ষীর খাওয়া/ লাভের অংশ নেওয়া (একই)
পক মিল/ ‘বাপের পক মিল আছে’!/ বেহিসাবি টাকা (একই)
শুয়োরের নাতি/ খারাপ লোক (পশ্চিমবঙ্গ)
শুয়োরের নাদি/ খুব খারাপ লোক (একই)
বালের উকুন/ তুচ্ছাতিতুচ্ছ জন
ঢিলা/ আলগা/ কুঁড়ে (পূর্ববঙ্গ)
ঢিলা দেওয়া/ আলগা দেওয়া (একই)
পোঁদে নেই ইন্দি/ ভজনে গোবিন্দি (পশ্চিমবঙ্গ)
পোঁদে নেই চাম/ রাধাকৃষ্ণের নাম (একই)
ধোঁকার টাটি/ অনর্থক, মিথ্যে জিনিস খাড়া করা (পূর্ববঙ্গ)
বাল ফালাইতে না পারা/ বাল ছিঁড়তে না পারা (পূর্ববঙ্গ)
বউয়ার ভাই/ শ্যালক, শালা, গালাগাল অর্থে (একই)
নিছছন/ সবচেয়ে খারাপ (পূর্ববঙ্গ)
Powered by Froala Editor