বাংলা-র সবচেয়ে পুরোনো ভূতের গল্পটি কি আছে রূপকথার বইতেই?

মুকুজ্জের দপ্তর – ১
ভূতের গল্পের একটি সংকলন-এর ভূমিকায় হুমায়ূন আহমেদ জানাচ্ছেন, গ্রামবাংলায় ভূতকে ভাবা হত ‘ঘরের মানুষ’।  নিজের ছোটবেলার একটা সন্ধ্যে মনে করছেন হুমায়ুন, ‘এক ভদ্রলোক নানাজানের সাথে গল্পগুজব ক’রে যাবার বেলা বললেন, এক পেততুনী বড় ত্যক্ত করছে।’ এখানে পেততুনী-র অর্থ হল ‘প্রেত’। সমস্যা হচ্ছে প্রেতটি তাঁর রান্নাঘরের জানলা দিয়ে হাত বাড়িয়ে ভাজা মাছ খেয়ে নিচ্ছে। ...‘মজার ব্যাপার ভদ্রলোকের গল্পে কেউ বিস্মিত হল না। ধরেই নিয়েছে এটা খুব স্বাভাবিক ব্যাপার, প্রেতেরা ভাজা মাছ পছন্দ করে!’ 

Latest News See More