আবার নক্ষত্রপতন; চলে গেলেন ‘টয় স্টোরি’, ‘ফাইন্ডিং নিমো’-র স্রষ্টা রব গিবস

করোনার এই টালমাটাল সময় একের পর এক খারাপ খবর আমাদের জাঁকিয়ে বসেছে। সেই মন খারাপের তালিকায় সম্প্রতি যুক্ত হলেন আরও একজন— রব গিবস। যারা ‘টয় স্টোরি’, ‘ফাইন্ডিং নিমো’ দেখেছেন, তাঁরা নিশ্চয়ই এই নামটির সঙ্গে পরিচিত। এই মানুষটি না থাকলে বোধহয় সিনেমাগুলো হতই না। সেই পরিচালক তথা স্টোরি আর্টিস্ট রব গিবস মারা গেলেন। বয়স হয়েছিল ৫৫ বছর।

‘টয় স্টোরি’ই বলুন, বা ‘ফাইন্ডিং নিমো’— আমাদের আপামর মানুষের নস্টালজিয়ার সঙ্গে জড়িয়ে গেছে এগুলো। বাবা আর ছেলে মাছের গল্প, তাদের সংসারের গল্প, হারিয়ে যাওয়া ও খুঁজে চলার গল্প উপভোগ করেছি আমরা। কখনও হেসে উঠেছি, কখনও কেঁদেছি। একই জিনিস করেছে ‘টয় স্টোরি’ও। শুধু কি তাই? ‘মনস্টার ইউনিভার্সিটি’ থেকে বিখ্যাত ‘ইনক্রেডিবল ২’— সবেতেই রয়েছে রব গিবসের জাদুস্পর্শ। ২০ বছর ধরে পিক্সার অ্যানিমেশন কোম্পানির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। পরিচালনা ও তৈরি করেছেন একের পর এক যুগান্তকারী ছবি। এমনকি ‘কার’ ফ্র্যাঞ্চাইজির সঙ্গেও একসময় যুক্ত ছিলেন।

আমেরিকাতেই মাত্র ৫৫ বছর বয়সে প্রয়াত হলেন রব গিবস। ঠিক কী কারণে মারা গেছেন, সেটা এখনও জানা যাচ্ছে না। আপাতত এই খবরে গোটা হলিউড শোকস্তব্ধ। ভেঙে পড়েছেন পৃথিবীর আপামর ‘নিমো’ প্রেমীরা।

Latest News See More