অরণ্যের মধ্যেই আস্ত নদী, পূর্ণতা পেল জিয়ন ন্যাশনাল পার্ক

পরিবেশ রক্ষায় বিভিন্ন সংরক্ষণ উদ্যোগ আদৌ কতটা কার্যকরী, প্রশ্ন তোলেন অনেকেই। অনেকে মনে করেন, কেবলমাত্র কিছু এলাকার সৌন্দর্য বৃদ্ধি করে পর্যটন শিল্প গড়ে তোলাই এর উদ্দেশ্য। অথচ আশেপাশে যে কত এলাকা পড়ে থাকে অবহেলায়, তার খবর কে রাখে? অবশ্য সংরক্ষণকারী সংস্থাগুলিও এই অভিযোগ সম্পর্কে ওয়াকিবহাল। কিন্তু ইচ্ছে থাকলেও সবসময় যে মেলে না সরকারের অনুমতি। বিশেষ করে আমেরিকায় এই সমস্যা অনেক পুরোনো। কিন্তু তার মধ্যেও তো আসতে পারে সুখবর। ঠিক তেমন একটি সুখবর নিয়ে হাজির জিয়ন ন্যাশনাল পার্ক।

সম্প্রতি আমেরিকার উটাহ প্রদেশের জিয়ন ন্যাশনাল পার্ক তার সীমানার মধ্যে পেয়ে গিয়েছে আস্ত একটি নদী। যেমন তেমন নদী নয়, একেবারে বিখ্যাত ভার্জিন নদী এবং তার অববাহিকা বিধৌত একটি ক্যানিয়ন। স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে ৪.৩ মিলিয়ন ডলার দিয়ে এই এলাকা কিনে নিয়েছে তারা। ৪১৯ একরের বাস্তুতন্ত্রকে নাহলে বাঁচানো যেত না।

জিয়ন ন্যাশনাল পার্কের বহু প্রাণী নানাভাবে নির্ভরশীল নদীর উপর। এছাড়াও ভার্জিন নদীতে বসবাস করে প্রায় ৪০টি স্পর্শকাতর প্রজাতি। যাদের মধ্যে ১২টি একেবারেই বিলুপ্তপ্রায়। এমন অনেক মাছ আছে সেখানে, পৃথিবীর আর কোথাও যাদের দেখতে পাওয়া যায় না। আবার বিশেষ ঋতুতে পরিযায়ী পাখির দলও এসে ভিড় করে ক্যানিয়নের খাতে। এতদিন এই বিপুল ঐশ্বর্যের দিকে সেভাবে নজর দেননি কেউই। তবে এবার সবকিছুর খেয়াল রাখবেন জিয়ন ন্যাশনাল পার্কের কর্তৃপক্ষ। আশা করা যায়, অনেক বিপন্ন প্রাণীই আবার নতুন করে বেঁচে থাকার আনন্দ উপভোগ করবে। সেইসঙ্গে পর্যটকদের কাছেও বিশেষভাবে আকর্ষণীয় হয়ে উঠবে এই এলাকা।

Powered by Froala Editor

আরও পড়ুন
দারিদ্র্য বাধা নয় মুক্তচিন্তার, পরিবেশ দিবসে প্রমাণ করল চিত্তরঞ্জনের প্রান্তিক পড়ুয়ারাই

Latest News See More