প্রতিনিয়ত চরিত্র পাল্টাচ্ছে করোনা ভাইরাস। সারা বিশ্বের সমস্ত ভাইরোলোলজিস্টরাই প্রায় একমত এই বক্তব্যে। সম্প্রতি ইতালির এক গবেষক জানিয়েছিলেন, করোনা শক্তি হারাচ্ছে ফলে মানুষের কাছে আর আগের মত অপ্রতিরোধ্য নয় করোনাভাইরাস। এইসব জল্পনার বাইরে এবার ভয়ঙ্কর ঘাতক রূপ নিল ভাইরাস। কোনোরকম উপসর্গ নেই, লক্ষণ নেই। নেই শারীরিক অসুবিধাও। কিন্তু তারপরই হঠাৎ মৃত্যু। এমনই চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকল ভারতেরই অঙ্গরাজ্য অন্ধ্রপ্রদেশ।
বিজয়ওয়াড়া গভার্নমেন্ট জেনেরাল হসপাতালের এক চিকিৎসকই সম্প্রতি শিকার হলেন করোনার এই বিচিত্র চরিত্রের। ঘটনার আগের দিনও তিনি নিযুক্ত ছিলেন চিকিৎসার কাজে। ছিল না কোনো করোনার উপসর্গও। কিন্তু হাসপাতালে থাকাকালীন হঠাৎ শুরু হয় শ্বাসকষ্ট। তৎক্ষণাৎ তাঁকে সরিয়ে নিয়ে যাওয়া হয় ক্রিটিকাল বিভাগে। করা হয় চেস্ট এক্স-রেও। কিন্তু ব্যর্থ হয় সমস্ত প্রচেষ্টাই। ওইদিনই মৃত্যু হয় তাঁর। পরে পজিটিভ আসে করোনা রিপোর্ট।
তাঁর এই আকস্মিক মৃত্যুর পরেই সামনে আসে আরো কয়েকটি চাঞ্চল্যকর ঘটনা। না, একমাত্র তিনিই নন; এরম বেশ কিছু উপসর্গহীন রোগীর মৃত্যু হয়েছে অন্ধ্রপ্রদেশেই। কাকিনাড়া হাসপাতালে আরেক ব্যক্তির হঠাৎ উপসর্গ দেখা দেওয়ার মাত্র আধঘন্টার মধ্যেই মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, পূর্ব গোদাবরী জেলায় পেদাপুদি এবং মানডাল এই দুই অঞ্চলে ওই উপসর্গহীন বাহকের মাধ্যমে আক্রান্ত হয়েছেন অন্তত ২০০ জন ব্যক্তি। এর তিনদিন আগে একই ঘটনা ঘটেছে অমলাপুরম জেলাতেও।
অন্ধ্রের সেভেন হিলস হাসপাতালের চিকিৎসক ডঃ ভামসি কৃষ্ণ জানান, সুস্থতা ফিরে পাওয়া নির্ভর করে আক্রান্তের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং তাঁর দেহে সংক্রমণের প্রাবল্যের ওপরে। তবে অনেকসময় উপসর্গ দেখা না দিলেও শরীরে তার মধ্যেই থাবা বসাতে পারে করোনা ভাইরাস। এই ক্ষেত্রগুলোতে ভাইরাস কমিয়ে দিচ্ছে রক্তের অক্সিজেনের মাত্রা। পাশাপাশি অপূরণীয় ক্ষতি করছে দেহের অন্যান্য তন্ত্রগুলিকেও। শ্বাসতন্ত্রের বদলে অন্যান্য প্রক্রিয়াগুলি আগে ক্ষতিগ্রস্ত হওয়ায় অক্সিজেনের ঘাটতি দেখা দিচ্ছে পরে। এবং যখন শ্বাসকষ্ট দেখা দিচ্ছে ততক্ষণে নষ্ট হয়ে গেছে প্রয়োজনীয় অঙ্গগুলি। ফলে মেডিক্যাল সাপোর্ট গ্রহণ করার ন্যূনতম সময়টাও পাচ্ছেন না রোগীরা।
করোনার এই নতুন চরিত্রে দিশেহারা চিকিৎসকরা। অন্যদিকে আতঙ্ক ছড়িয়েছে অন্ধ্রের বিস্তীর্ণ অঞ্চলে। সেই সঙ্গে পাল্লা দিয়েই ছড়াচ্ছে গুজব। দেশে আক্রান্তের সংখ্যা ছুঁয়েছে প্রায় ৪ লক্ষ ৯০ হাজার। ইতিমধ্যেই ভারত দেখেছে অজস্র মৃত্যুমিছিল। এই কঠিন পরিস্থিতিতে এই নতুন বিভীষিকাকে কীভাবে ঠেকানো যায়, তার চিন্তাতেই ঘুম উড়েছে স্বাস্থ্যকর্মীদের...
Powered by Froala Editor
আরও পড়ুন
শক্তি হারাচ্ছে করোনা, টিকা ছাড়াই শেষ হবে মহামারী; দাবি ইতালির গবেষকের