ইরফানের পর ফের ইন্দ্রপতন বলিউডে, চলে গেলেন ঋষি কাপুর

সময়টা মোটেই ভালো কাটছে না বলিউডের। গতকালই চলে গেলেন ইরফান খান। আর, সকালেই বয়ে এল আরেকটি দুঃসংবাদ, চলে গেলেন ঋষি কাপুর। বয়স হয়েছিল ৬৭ বছর। আজ সকালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কাপুর পরিবারের এই অন্যতম উজ্জ্বল নক্ষত্রটি সিনেমায় ডেবিউ করেছিলেন ‘মেরা নাম জোকার’-এ। তখন তিনি কিশোর। তারপর থেকে বহু সিনেমা।

এর আগে কখনও পরপর দুদিনে এরকম দুই নক্ষত্র পতন বলিউড প্রত্যক্ষ করেছে কিনা মনে করা যায় না। শোকে মূহ্যমান গোটা দেশের সিনেমাপ্রেমীরা। গতকাল অসুস্থ অবস্থায় মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সকালে একটি টুইটে অমিতাভ বচ্চন শোক প্রকাশ করেন তাঁর সহ-অভিনেতা ও বন্ধুর মৃত্যুতে।

দীর্ঘদিন ধরেই ক্যানসারের সঙ্গে লড়ছিলেন তিনি। বছরের শুরুতে একটি সিনেমার শুটিং চলাকালীন দিল্লিতে অসুস্থ হয়ে পড়েন ঋষি। পরবর্তীতে মুম্বাই-এ ভর্তি করা হয় তাঁকে। ঋষি কাপুরকে যখন দিল্লি থেকে মুম্বইয়ের হাসপাতালে সরিয়ে নিয়ে যাওয়া হয়, শোনা যায় তেমন কিছুই হয়নি অভিনেতার, এ কেবলমাত্র ভাইরাল ফিভার।

ক্যানসার নিয়ে গুজব রটায় ঋষি টুইট করে দর্শকদের জানান, গত ১৮ দিন ধরে তিনি দিল্লিতে শুটিং করছেন এবং সেখানের দূষণ থেকেই একপ্রকার ইনফেকশনের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। মানুষকে দুশ্চিন্তা করতে বারণ করেন তিনি।

২০১৮ থেকে প্রায় টানা একবছর নিউ ইয়র্কে ক্যানসারের চিকিৎসা হয় ঋষি কাপুরের। বহুদিন নিজের ক্যানসারের কথা সামনে আসতে দেননি ঋষি কাপুর। ২০১৯ সালের একটি সাক্ষাৎকারে তিনি জানান, ক্যানসার অনেকটাই নিয়ন্ত্রণে এসে গেছে তাঁর।

গতকাল শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ঋষি। আজ ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। পরপর দুদিনে বলিউড হারাল তাঁর দুই রত্নকে। সশরীরে না হলেও, নিজের কাজের মধ্যে দিয়েই ঋষি কাপুর থেকে যাবেন দর্শকদের মনে।   

Latest News See More