একসঙ্গে চোদ্দোটা পা, ‘বিশালদেহী’ আরশোলাকে নিয়ে হইচই নেট দুনিয়ায়

আরশোলা দেখলে আমাদের অনেকেরই আত্মারাম খাঁচাছাড়া হয়ে যায়। যদি সামনে চলে আসে চোদ্দো পা-ওয়ালা দানবীয় একটি আরশোলা! কী করবেন তখন? না, সায়েন্স ফিকশন বা এলিয়েন সিনেমার গল্প হচ্ছে না। সম্প্রতি ভারত মহাসাগরের তলদেশ থেকে এমনই একটি আরশোলার প্রজাতিকে উদ্ধার করা হয়েছে। যা রীতিমতো হইচই ফেলে দিয়েছে প্রাণীবিজ্ঞানী মহলে।

সব দিক দিয়ে দেখতে গেলে, এটি নতুন আবিষ্কৃত প্রজাতিই বটে। তবে এই বছরই প্রথম নয়, ২০১৮-তেই একবার দেখা গিয়েছিল এই অদ্ভুত আরশোলাকে। ইন্দোনেশিয়ার জাভার পশ্চিম প্রান্তের সমুদ্রের গভীরে অনুসন্ধান করতে গিয়ে প্রথমবার এই প্রাণীটির দেখা পান বিজ্ঞানীরা। দীর্ঘ দুবছর পর আবার এই প্রাণীটির নাগাল পান তাঁরা। ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়ান ইন্সটিটিউট অফ সায়েন্সেসের ওশানোগ্রাফির রিসার্চ সেন্টারের যৌথ অভিযানে এই ফলাফল সামনে এসেছে। 

‘স্টার ওয়ারস’-এর সঙ্গে যারা পরিচিত, তাঁরা নিশ্চয়ই ডার্থ ভাডারকে চেনেন। এই নতুন প্রজাতির চোদ্দো পা-ওয়ালা আরশোলাটির ছবি দেখে অনেকে তাই-ই মনে করেছিলেন! সেটা নেহাতই কাকতালীয়। তবে এমন ‘দানবীয়’ চেহারার জন্যই বোধহয় এর বিজ্ঞানসম্মত নাম হয়েছে বাথিনোমাস রাকসাসা। মূলত আইসোপড গোত্রের প্রাণী এটি; চোদ্দোটা পা দিয়ে সমুদ্রের তলদেশে খাবারের খোঁজ চালায়। অন্যান্য আরশোলার মতোই বাকি শারীরবৃত্তীয় গঠন ও খাদ্যাভ্যাস। আপাতত এই নতুন প্রজাতিটি নিয়ে আরও গবেষণায় ব্যস্ত বিজ্ঞানীরা। এই মুহূর্তে ঠিক কত সংখ্যায় আছে এরা, ঠিক কোথায় কোথায় এদের বসবাস, সেসব খুঁটিয়ে দেখতে চাইছেন তাঁরা। 

Powered by Froala Editor

আরও পড়ুন
ওড়িশার সমুদ্র উপকূলে উদ্ধার হলুদ রঙের বিরল কাছিম

Latest News See More