এক দশকে ৩০ শতাংশ বৃক্ষ-আচ্ছাদন হারিয়েছে কলকাতা!

২০১১ সালে কলকাতায় বনবৃক্ষের আচ্ছাদন ছিল মাত্র২.৫ বর্গকিলোমিটার। এবার তা আরও কমে দাঁড়াল ১.৮ বর্গকিলোমিটারে। অর্থাৎ, বিগত এক দশকে বৃক্ষের আচ্ছাদন (Green Cover) এক ধাক্কায় প্রায় ৩০ শতাংশ হ্রাস পেল কলকাতায় (Kolkata)। যা কলকাতার ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। সম্প্রতি এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল ইন্ডিয়া স্টেট অফ ফরেস্টের রিপোর্ট।

গত এক দশকে বনভূমি ধ্বংসের নিরিখে ভারতের মেট্রো শহরগুলির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা। অন্যদিকে এই তালিকার শীর্ষে রয়েছে আহমেদাবাদ। সেখানে গাছ কাটা পড়েছে ৪৮ শতাংশ। পিছিয়ে নেই চেন্নাই, হায়দ্রাবাদ ও রাজধানী দিল্লিও। দিল্লি তো বটেই, সাম্প্রতিক সময়ে কলকাতাও শিকার হয়েছে ভয়াবহ বায়ুদূষণের। আকস্মিক হারে বনভূমি হ্রাস পাওয়ার ঘটনা দূষণের মাত্রাকে আরও বাড়ি দেবে বলেই আশঙ্কা বিশেষজ্ঞদের। 

তবে শুধু কলকাতাই নয়, গোটা রাজ্যজুড়েই ক্রমশ কমছে অরণ্যের পরিমাণ। রিপোর্ট বলছে, গত দু-বছরে পশ্চিমবঙ্গে বনভূমি হ্রাস পেয়েছে ৭০ বর্গ কিলোমিটার। অর্থাৎ, মোট বনভূমির ১ শতাংশ হারিয়ে গেছে শুধু লকডাউনের মধ্যেই। বর্তমানে পশ্চিমবঙ্গের ৮৮ হাজার ৭৫২ বর্গ কিমি ভৌগলিক এলাকার মধ্যে বনভূমির পরিমাণ ১৬ হাজার ৮৩২ বর্গ কিলোমিটার। কিন্তু রাজ্যজুড়ে বৃক্ষের আচ্ছাদন কমে যাওয়ার কারণ কী?

স্টেট অফ ফরেস্টের বিশ্লেষকরা এর জন্য দায়ী করেছেন উন্নয়ন প্রকল্পগুলিকেই। ফ্লাইওভার, মেট্রো ও অন্যান্য নির্মাণ প্রকল্পের কারণে কলকাতা ও বাংলার অন্যান্য শহরাঞ্চলে দ্রুত কমছে বৃক্ষের আচ্ছাদন। অন্যদিকে এই বৃক্ষচ্ছেদনের ক্ষতিপূরণ হিসাবে যে গাছ রোপণ করা হয়েছে, সেগুলি নিছকই শোভা বাড়ানোর জন্য। কলকাতার বনভূমি ধ্বংসের পিছনে ঘূর্ণিঝড়ের অবদানও কম নয়। বিগত কয়েক বছরে, বাংলার ওপর দিয়ে বয়ে গেছে একাধিক ঘূর্ণিঝড়। উপড়ে গেছে অসংখ্য গাছ। সেই ক্ষতও পূরণ হয়নি সম্পূর্ণভাবে। বরং, বছর বছর তা বেড়েই চলেছে আরও। তবে তার চেয়েও বড়ো আশঙ্কার বিষয়, সুন্দরবন টাইগার রিজার্ভের মতো সংরক্ষিত এলাকাতেও ১০ বছরে বনভূমি কমেছে ৫০ বর্গ কিলোমিটার। স্বাভাবিকভাবেই যে কারণে, মানুষের সঙ্গে সংঘাত বাড়ছে বাঘের। 

আরও পড়ুন
গোটা বিশ্বকে মানুষের মুঠোয় এনে দিয়েছিল এই গাছ!

সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী দেশের মধ্যে সর্বাধিক গাছের আচ্ছাদন রয়েছে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান এবং কর্ণাটকে। লাক্ষাদ্বীপ, মিজোরাম, আন্দামান ও নিকোবর, অরুণাচল প্রদেশ এবং মেঘালয়ে রয়েছে ৭৫ শতাংশের বেশি বনভূমি। সবমিলিয়ে দেশে গাছের আচ্ছাদন বর্তমানে ৭৫ হাজার ৭৪৮ বর্গ কিলোমিটার। ২০১৯ সালের তুলনায় যা বৃদ্ধি পেয়েছে ৭২১ বর্গ কিমি। অল্প হলেও, ভারতে বনভূমির এই সামগ্রিক বৃদ্ধি ক্ষীণ আশার আলো দেখাচ্ছে পরিবেশবিদদের…

আরও পড়ুন
খবরের কাগজ থেকেই জন্ম নেবে গাছ, পথ দেখাচ্ছে জাপান

Powered by Froala Editor

আরও পড়ুন
গাছ লাগিয়ে গোল উদযাপন, ফুটবলের সঙ্গে পরিবেশকে জুড়তে লড়াই