মহিলাদের জন্য সবচেয়ে নিরাপদ শহর কলকাতা, জানাচ্ছে এনসিআরবি

সমাজ এগোচ্ছে বিজ্ঞানে ও প্রযুক্তিতে। কিন্তু এর মধ্যেই ক্রমশ বাড়ছে মহিলাদের উপর হিংসার ঘটনাও। সাম্প্রতিক সময়ে একাধিক ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সেই বাস্তবতাই। আর সম্প্রতি ন্যাশানাল ক্রাইম রেকর্ড ব্যুরোর পরিসংখ্যানেও দেখা গেল, যৌন নির্যাতনের উর্ধ্বমুখী গ্রাফ। তবে এর মধ্যেই কলকাতাবাসীর জন্য সুখবর। সাম্প্রতিক পরিসংখ্যানে এনসিআরবি জানিয়েছে, দেশের ১৯টি মেট্রোপলিটান শহরের মধ্যে কলকাতাই মহিলাদের জন্য সবচেয়ে নিরাপদ।

গত সপ্তাহে প্রকাশিত হয়েছে ন্যাশানাল ক্রাইম রেকর্ড ব্যুরোর ২০১৯ সালের পরিসংখ্যান। আর সেই তথ্য বলছে, সারা বছরে কলকাতা শহরে কোনোরকম ধর্ষণের চেষ্টা বা যৌন নিগ্রহের ঘটনা নথিভুক্ত হয়নি। কলকাতা পুলিশের রেকর্ড অনুযায়ী সারা বছরে শহরে যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে ১৪টি। অন্যান্য শহরের তুলনায় এই সংখ্যাও নগন্যই। তবে কলকাতা ছাড়াও তামিলনাড়ুর কোয়েম্বাটর শহরে সারা বছরে কোনো যৌন নিগ্রহের ঘটনা নথিভুক্ত হয়নি।

এনসিআরবি-র সামগ্রিক পরিসংখ্যান কিন্তু রীতিমতো আতঙ্কের উদ্রেক করে। দেখা গিয়েছে, দিল্লি শহরে নথিভুক্ত হয়েছে মোট ১২৯০২টি যৌন নিগ্রহের ঘটনা। মুম্বাই দ্বিতীয় স্থানে। সেখানে সংখ্যাটা ৬৫১৯। রাজ্যগুলির মধ্যে এবছরেও সবচেয়ে বেশি যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে। এরপরেই আছে রাজস্থান এবং মহারাষ্ট্র। আর সব মিলিয়ে সারা দেশে যৌন অত্যাচারের ঘটনা বেড়েছে ৪ শতাংশের বেশি। পাল্লা দিয়ে বাড়ছে শিশুদের উপর যৌন নির্যাতনের ঘটনাও। সেখানেও প্রথম স্থানে উত্তরপ্রদেশ। তবে এর মধ্যে কলকাতার রিপোর্ট সত্যিই খুশির খবর।

স্বাভাবিকভাবেই এই পরিসংখ্যানের পর প্রশংসা কুড়িয়েছে কলকাতা পুলিশ। প্রশাসনের বক্তব্য অনুযায়ী, যৌন নির্যাতনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই কড়া পদক্ষেপ নিয়ে এসেছে কলকাতা পুলিশ। আর তার ফলেই শহরে এধরনের ঘটনা কমে এসেছে। আগামীদিনে কলকাতা শহর মহিলাদের জন্য সম্পূর্ণ নিরাপদ হয়ে উঠবে বলে আশাবাদী পুলিশ কর্তারা। তবে প্রশাসনের উদ্যোগের পাশাপাশি সামাজিক সচেতনতা গড়ে তোলাও অত্যন্ত জরুরি, এমনটাই মনে করছেন ওয়াকিবহাল মহল।

আরও পড়ুন
একইসঙ্গে অফিস ও সংসার – মানসিক চাপে বিপর্যস্ত কর্মরত মহিলারা

Powered by Froala Editor

আরও পড়ুন
কর্মক্ষেত্রে মহিলাদের পিরিয়ড লিভ 'প্রয়োজনীয় পদক্ষেপ' নাকি 'অনৈতিক সুবিধা', বিতর্ক তুঙ্গে