“ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি”। সুকান্ত ভট্টাচার্যের এই কবিতাই যেন হয়ে উঠেছে বর্তমান বৈশ্বিক পরিস্থিতির প্রতীক। কিছুদিন আগেই এক সমীক্ষা জানিয়েছিল, মহামারীর এই আবহই বিলিয়নিয়রের সংখ্যা বেড়েছে প্রায় ৪১ লক্ষ। তার মাস ঘুরতে না ঘুরতেই একেবারে বিপরীত ছবি ধরা পড়ল অন্য এক সমীক্ষায়। বিশ্বের ১৫ কোটিরও বেশি মানুষ চরমতম দুর্ভিক্ষ এবং অনাহারের শিকার, জানাল আন্তর্জাতিক সংস্থা ‘অক্সফাম’।
মহামারীর আবহে বিশ্বজুড়ে সাধারণ মানুষের আর্থিক পরিস্থিতির ওপরে একটি বিস্তারিত সমীক্ষা চালিয়েছিল আন্তর্জাতিক সংস্থাটি। আর তার নিরিখেই সম্প্রতি প্রকাশ পায় তাদের ‘দ্য হাঙ্গার ভাইরাস মাল্টিপ্লাইস’ শীর্ষক প্রতিবেদন। দারিদ্রবিরোধী এই আন্তর্জাতিক সংস্থার রিপোর্টেই উঠে আসে, বর্তমানে প্রতি মিনিটে গড়ে ১১জন মানুষের মৃত্যু হয়ে চলেছে অনাহারের কারণে। যেখানে মহামারীর কারণে মৃত্যুর সংখ্যা মিনিটে গড়ে ৭ জনের। অর্থাৎ, মহামারীর থেকেই ভয়ঙ্কর হয়ে উঠেছে দুর্ভিক্ষের পরিস্থিতি। কিন্তু তা সত্ত্বেও ন্যূনতম আলোচনাও নেই তা নিয়ে।
অক্সফামের রিপোর্ট অনুযায়ী, অনাহারে মৃত্যুর পরিমাণ গত বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে প্রায় ছ’গুণ। বিশ্বজুড়ে বর্তমানে প্রায় ১৫.৫ কোটি মানুষ শিকার খাদ্য নিরাপত্তাহীনতার। তাছাড়াও দারিদ্রসীমার নিচে রয়েছেন বিশ্বের প্রায় ২০ কোটি মানুষ। তবে শুধুই কি মহামারী দায়ী এই পরিস্থিতির জন্য? না, বরং রিপোর্টে উঠে আসছে অন্য তথ্য। মহামারীর দরুন সৃষ্ট আর্থিক মন্দার পাশাপাশি এই চরম খাদ্যাভাবের অন্যতম কারণ সামরিক সংঘাত এবং জলবায়ুর পরিবর্তন। বিশ্বের চরমতম দুর্ভিক্ষের শিকার হওয়ার মানুষদের দুই-তৃতীয়াংশই যুদ্ধবিধ্বস্ত দেশের নাগরিক। সিরিয়া, সুদান, কঙ্গো কিংবা ইথিওপিয়ায় গৃহযুদ্ধের পরিস্থিতি দ্রুত ত্বরান্বিত করছে এই পরিস্থিতিকে। সুদান, কঙ্গো, ইথিওপিয়া, আফগানিস্তান, সিরিয়া ও ইয়েমেনের মতো বেশ কিছু দেশকে দুর্ভিক্ষের হটস্পট বলেই চিহ্নিত করেছে আন্তর্জাতিক সংস্থাটি।
কিন্তু পরিস্থিতি আয়ত্তে আনতে আদৌ কি কোনো পদক্ষেপ নিচ্ছে সংশ্লিষ্ট দেশের প্রশাসনগুলি? না, সেদিক থেকে এক প্রকার নীরবই তাঁরা। বরং, ক্ষুধার্তদের অন্নসংস্থানের পরিবর্তে সেখানে কোটি কোটি টাকা ব্যয় করা হচ্ছে সামরিক খাতে। শুধু মহামারীর পরিস্থিতিতেই বিশ্বব্যাপী সামরিক খরচ বৃদ্ধি পেয়েছে ৫ হাজার কোটি মার্কিন ডলার, জানাচ্ছে অক্সফামের রিপোর্ট। এই অর্থ ক্ষুধা নিবারণের ক্ষেত্রে ব্যবহৃত হলে, আজ হয়তো পাল্টে যেত বিশ্বের ছবিটাই…
আরও পড়ুন
চরম দুর্ভিক্ষের শিকার কঙ্গোর এক-তৃতীয়াংশ মানুষ, রিপোর্ট প্রকাশ জাতিসংঘের
Powered by Froala Editor
আরও পড়ুন
ভয়ঙ্কর দুর্ভিক্ষের কবলে ইথিওপিয়া, বিচ্ছিন্ন যোগাযোগ, চলছে ‘মিলিটারি-শাসন’ও