Powered by Froala Editor
Cannes-এর দরজা ঠেলে: লেন্সবন্দি তারকারা
১/১১
দীর্ঘ ১২ দিন ব্যাপী কান চলচ্চিত্র উৎসবে, আন্তর্জাতিক চলচ্চিত্র জগতের বিভিন্ন অভিনেতা, পরিচালকদের সংস্পর্শে এসেছি আমরা। আলাপ, কথোপকথন ও সিনেমা দেখার মাঝে তাঁরা ধরা পড়েছিলেন প্রহরের ক্যামেরাতে। এমনই কিছু ব্যক্তিত্বদের নিয়ে সাজিয়ে তোলা এই গ্যালারি।
২/১১
দীপিকা পাডুকোন এবারের কান চলচ্চিত্র উৎসবের অন্যতম জুরি। ছবিটি উৎসব শুরুর দিন প্রথম প্রেস কনফারেন্সে তোলা।
৩/১১
অ্যাকাডেমি এওয়ার্ড, গোল্ডেন গ্লোব পুরস্কার, এবং এমনই আরও নানা পুরস্কারপ্রাপ্ত বিশ্বখ্যাত অভিনেতা ফরেস্ট ওয়েটেকার। ৭৫তম কান চলচ্চিত্র উৎসবে ফরেস্ট অনারারি পামে দে'ওর পুরস্কারও পেয়েছেন। ছবিটি ফেস্টিভালের প্রথম দিনে ওঁরই প্রেস কনফারেন্সে তোলা।
৪/১১
লে মিসেরেবল, ব্রোক ব্যাক মাউনটেইনের মতো চলচ্চিত্রখ্যাত অস্কারজয়ী অভিনেত্রী আনে হাথাওয়ে। ছবিটি 'আরমাগেডন টাইম' সিনেমার প্রেস কনফারেন্সে নেওয়া। ফিল্মটিতে আনে এক মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন। 'আরমাগেডন টাইম' এবারের 'ইন কম্পিটিশান ফিচার ফিল্ম' বিভাগের অন্যতম আকর্ষণ।
৫/১১
'আরমাগেডন টাইম' প্রেস কনফারেন্সেই এমি ও গোল্ডেন গ্লোব পুরস্কার বিজেতা অভিনেতা জেরেমি স্ট্রং।
৬/১১
'এলভিস' ফিল্মটির প্রেস কনফারেন্সে সবার প্রিয় বিশ্ববরেণ্য অভিনেতা টম হ্যাংক্স।
৭/১১
৭৫তম কান চলচ্চিত্র উৎসবের শেষ জুরি প্রেস কনফারেন্সে অস্কারজয়ী ইরানি পরিচালক আশগার ফারহাদি।
৮/১১
সর্বশেষ জুরি প্রেস কনফারেন্সে বিশ্ববরেণ্য সুইডিশ অভিনেত্রী নুউমি রাপাশ।
৯/১১
এবারের প্রধান জুরি কমিটির সভাপতি ছিলেন বিখ্যাত ফরাসি অভিনেতা ও পরিচালক ভঁন্সঁ লঁন্দ। 'দা মেজার অফ আ ম্যান' সিনেমাটিতে অসামান্য অভিনয়ের জন্য লঁন্দ ২০১৫ সালে কান চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ অভিনেতার স্বীকৃতি পান।
১০/১১
এবারের ইন কম্পিটিশান ফিচার ফিল্ম বিভাগের অন্যতম আকর্ষণ 'বয় ফ্রম হেভেন' সিনেমার পরিচালক মিশরের তারিক সালেহ। ফিল্মটি এ-বছর 'বেস্ট স্ক্রীনপ্লে' পুরস্কার পেয়েছে।
১১/১১
আমেরিকাবাসী বিশ্বখ্যাত ফরাসি চলচ্চিত্র সাংবাদিক দিদিয়ের আলুচ। প্রতি বছরের মতো এ বছরও সমস্ত রেড কার্পেট ইভেন্ট এবং প্রেস কনফারেন্সের গুরুদায়িত্ব তার কাঁধেই ছিল। এই ছবিটি উৎসবের সর্বশেষ জুরি প্রেস কনফারেন্স শুরুর ঠিক আগের মুহূর্তে তোলা।