৫৭ বছর ধরে মাত্র ১ টাকায় চিকিৎসা, গিনেস বুকে নাম তুললেন বীরভূমের ডাক্তারবাবু

রোজ সকালে উঠে নিয়ম করে রোগী দেখতে বসেন তিনি। বয়সের কথা মাথায় রাখেন না অত। তাও মাত্র এক টাকার বিনিময়ে ডাক্তারি করেন তিনি। আজ থেকে নয়, দীর্ঘ ৫৭ বছর ধরে এমন কাজটাই করে আসছেন ডাঃ সুশোভন বন্দ্যোপাধ্যায়। সেখানকার মানুষদের কাছে সাক্ষাৎ ভগবান! সেই সুশোভনবাবুর কাজই পেল বিশ্বরেকর্ডের সম্মান। 

পড়াশোনা বিশ্বভারতী থেকেই। পরে আরজি কর থেকে ডাক্তারি পাশ করে উচ্চশিক্ষার জন্য চলে যান বিলেতে। ফিরে এসে তাঁর কর্মস্থল হয়ে যায় বোলপুর ও বিশ্বভারতী। মায়া ছাড়তে পারেননি আজও। সেই ১৯৬৩ সাল থেকে আজও নিজের বাড়িতে মাত্র এক টাকা ফি নিয়ে রোগী দেখে চলেছেন তিনি। এখন আর হাসপাতালে যান না; বাড়িতেই চলে রোগীদের আনাগোনা। প্রতিদিন প্রায় ১৫০ জন করে মানুষ ‘ডাক্তারবাবু’র বাড়িতে চলে আসেন। সুশোভন বন্দ্যোপাধ্যায়ের নামই হয়ে গেছে ‘এক টাকার ডাক্তার’! ৫৭ বছরে তাঁর নিজের শরীর দুর্বল হয়েছে, বয়স থাবা বসিয়েছে; কিন্তু কাজ থেকে এতটুকুও সরে আসেননি তিনি… 

এই নিষ্ঠাকেই সম্মান জানিয়েছিল ভারত। পেয়েছিলেন পদ্মশ্রী সম্মান। এবার গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও নাম উঠল ডাঃ সুশোভন বন্দ্যোপাধ্যায়ের। স্বাভাবিকভাবেই এমন সম্মানে আপ্লুত বোলপুরের মানুষরা। আপ্লুত ডাক্তারবাবুর রোগীরাও। আর স্বয়ং ডাক্তার? ডায়ালিসিস চলছে তাঁর; তাও ক্লান্তি নেই মুখে। হাসিটাই বুঝিয়ে দিচ্ছে প্রাণশক্তি। রোগী দেখায় খামতি নেই যদিও… 

Powered by Froala Editor