কয়েকদিন আগের কথা। শ্রমিকদের গণধর্মঘটের সম্মুখীন হয়েছিল আমেরিকার (USA) কর্মক্ষেত্রগুলি। উঠে এসেছিল বেতন ও অন্যান্য সুবিধার দাবি। শুধু তাই নয়, সাম্প্রতিক সময়ে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা না পাওয়ায়, মার্কিন মুলুকে কর্মীদের কর্মক্ষেত্রও ছাড়ার (Leaving Job) প্রবণতাও যেন আকাশছোঁয়া। গত আগস্ট মাসে যুক্তরাষ্ট্রে চাকরি ছাড়েন সবমিলিয়ে ৪২ লক্ষ শ্রমিক (Workers)। এবার ভাঙল সেই রেকর্ডও। সদ্য-প্রকাশিত পরিসংখ্যান জানাচ্ছে, সেপ্টেম্বর মাসে কাজ ছেড়েছেন ৪৪ লক্ষ কর্মী। ফলে, শ্রম দপ্তরের রিপোর্ট অনুযায়ী, দেশে শূন্যপদে সংখ্যাটা পৌঁছেছে ১ কোটি ৪ লক্ষে।
কিন্তু হঠাৎ কেন এই চাকরি ছাড়ার ধুম পড়ে গেছে মার্কিন মুলুকে? পরিসংখ্যান বলছে, এই ঘটনার পিছনে অন্যতম একটি কারণ মহামারী। মহামারীর আবহ এবং রাষ্ট্রপতি বদলই বদলে দিয়েছে গোটা পরিস্থিতিটা। গত বছর লকডাউন ঘোষণার পর কোপ পড়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের অধিকাংশ কর্মক্ষেত্রে। কাজ হারিয়েছিলেন বহু শ্রমিক। তবে কর্মীসংখ্যা কমলেও, একেবারে স্থবির হয়ে যায়নি উৎপাদন। কমসংখ্যক কর্ম নিয়েই সচল ছিল অধিকাংশ সংস্থা। তাতে কাজের পরিমাণ এবং সময় বাড়লেও, বাড়েনি বেতন।
লকডাউন ওঠার পর, অনেকাংশেই সেই স্থবিরতা কাটে। পাশাপাশি, বাইডেনের আগমনে বদলে যায় কর্মক্ষেত্রের রূপরেখাও। মহামারীর আগে যেখানে ৭৫ লক্ষ শূন্যপদ ছিল মার্কিন যুক্তরাষ্ট্রে, রাষ্ট্রপতি নির্বাচনের পর ১ কোটি ছাড়িয়ে যায় সেই সংখ্যাটা। এমনকি শুধু অক্টোবর মাসেই প্রায় ৫ লক্ষ শূন্যপদ বৃদ্ধি পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। ফলে, কর্মক্ষেত্রের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় অধিকাংশ কর্মীই হাঁটছেন পুরনো চাকরি ছেড়ে নতুন সুযোগের সন্ধানে। অন্যদিকে মূল্যবৃদ্ধিও অন্যতম কারণ এই বদলের। বেড়েছে তাঁদের খরচ করার প্রবণতাও। ফলে, বেশি বেতনের কাজের সন্ধানে ব্যস্ত অধিকাংশ মার্কিনি।
সেদিক থেকে দেখতে গেলে, লক্ষ লক্ষ কর্মী চাকরি ছাড়ার পরেও তাই প্রায় অপরিবর্তিত রয়েছে বেকারত্বের হার। বরং, তা কমেছে। সাম্প্রতিক রিপোর্ট জানাচ্ছে, বিগত ৬ মাসে বেকারত্ব ৪.৮ শতাংশ থেকে নেমে এসেছে ৪.৬ শতাংশে। কিন্তু প্রশ্ন থেকে যায় এক কোটির বেশি শূন্যপদ থাকার পরেও কেন দ্রুত কমছে না এই হার? বিশেষজ্ঞদের অনুমান, মহামারীর আবহ এখনও পুরোপুরি না কাটার ফলে আতঙ্কে দিন কাটাচ্ছেন বয়স্ক এবং মহিলা কর্মীরা। সন্তান বা পরিবারের নিরাপত্তার কথা ভেবেই এখনও পর্যন্ত কর্মক্ষেত্রে ফেরেননি তাঁরা। পাশাপাশি শ্রমনীতির বদলে, সরকারের তরফে ভালো অঙ্কের বেকারত্ব ভাতা দেওয়ায় অনেকে নতুন করে ফিরতেও চাইছেন না কর্মক্ষেত্রে। ফলে সবমিলিয়ে পরিস্থিতি উপর থেকে ভয়াবহ দেখতে লাগলেও, মার্কিন কর্মক্ষেত্র পুনর্নিমাণের পথে হাঁটছে— তাতে সন্দেহ নেই কোনো…
আরও পড়ুন
হিংসা, অবসাদ ও মাদকাসক্তিকে পুঁজি করেই ব্যবসা বাড়াচ্ছে ফেসবুক, অভিযোগ প্রাক্তন কর্মীর
Powered by Froala Editor
আরও পড়ুন
বিশ্বজুড়ে সর্বাধিক হিংসার শিকার এলজিবিটি ও যৌন অধিকার কর্মীরা