ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ৫০ হাজার কোটি টাকার প্যাকেজ, ঘোষণা রিজার্ভ ব্যাঙ্কের

করোনার জেরে নতুন করে লকডাউনের মেয়াদ বৃদ্ধির ঘোষণা করেছে ভারত সরকার। এই অবস্থায় দেশের কারখানা, উৎপাদন প্রায় স্তব্ধ হয়ে আছে। এমন অবস্থায় শিল্পব্যবস্থা যাতে ব্যাহত না হয়, তার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এমএসএমই) জন্য প্রাথমিকভাবে ৫০ হাজার কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করলেন তাঁরা। পরবর্তীতে, পরিস্থিতির বিচারে এই অঙ্ক বাড়তেও পারে।

দ্বিতীয় পর্যায়ের লকডাউন শুরু হবার পর সাংবাদিক বৈঠকে হাজির হয়েছিলেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। সেখানেই এমন কথা ঘোষণা করেন তিনি। লকডাউন ও করোনার জন্য কাজ স্তব্ধ। কারখানাও বন্ধ। এই অবস্থায় আর্থিক অবস্থার দিকেই জোর দিচ্ছেন সবাই। বিশেষ করে ছোটো ছোটো জায়গায় যারা কাজ করছেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে যারা কাজ করছেন, তাঁরা বেশ ক্ষতির মুখে পড়ছেন। তাঁদের রক্ষা করতেই এই প্যাকেজের ঘোষণা করা হল বলে জানান গভর্নর। এর পাশাপাশি নাবার্ডের জন্য ২৫ হাজার টাকা ও এসআইডিবি’র জন্য ১৫ হাজার কোটি টাকার প্যাকেজও ঘোষণা করেছেন তিনি।

করোনার জেরে গোটা বিশ্বেই থমকে অর্থনীতি। এমন অবস্থায় বিশাল বড়ো মন্দার ধাক্কা আসতে চলেছে গোটা বিশ্বে, এমনটাই আশঙ্কা বিশেষজ্ঞদের। ভারতে এমনিতেই অর্থনীতির গ্রাফ নিচের দিকেই ছিল। করোনার এই পরিস্থিতি তা আরও খারাপ করবে বলে জানাচ্ছেন অনেকে। তবে দেশের শীর্ষ ব্যাঙ্ক আশাবাদী। শক্তিকান্ত দাস বলেছেন, ব্যাঙ্কগুলিতে নগদের কমতি নেই। এছাড়াও তাঁর দাবি, জি-২০ দেশগুলোর মধ্যে এই পরিস্থিতিতে ভারতের আর্থিক বৃদ্ধির হার সবচেয়ে বেশি! আবহাওয়া দফতর থেকে এই বছর স্বাভাবিক বৃষ্টির পূর্বাভাস বলে কৃষিতেও আশা রাখছেন তিনি। সমস্ত দিকেই নজর রাখছেন তাঁরা। শিল্প ব্যবস্থার যাতে কোনো ক্ষতি না হয়, সবকিছু যাতে ঠিকঠাক থাকে, সেই ব্যবস্থার কথাই বলেছেন তিনি। এখন দেখার, পরবর্তী পরিস্থিতি কোন খাতে যায়।

Latest News See More