মাত্র পনেরো মিনিটের একটা রেডিও শো। আর এই পনেরো মিনিটই আফ্রিকার রাওয়ান্ডার অধিবাসীদের কাছে ছিল আশীর্বাদের মতো। একটা সময় যে বাচ্চারা তাঁদের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, হারিয়ে গিয়েছিল না-জানা শহরে, তাঁরা প্রত্যেকে পরিবারের কাছে ফিরে আসে এই রেডিও শো-এর সূত্র ধরে।
১৯৯৪ সাল রাওয়ান্ডার কাছে ছিল অভিশাপের মতো। সেই সময় সেখানে ঘটে গিয়েছিল ভয়ংকর গণহত্যা। প্রায় ৮ লক্ষ মানুষ মারা যান, প্রচুর মানুষ ঘরছাড়া হন। আর সেইসঙ্গে পরিবারছাড়া হয় এক লক্ষেরও বেশি শিশু। সেই শিশুদের দলেই ছিল মুগাবো, তার ভাই টুইসিমির। ছিল রেনে মুকুরুওয়াবুও। এরা প্রত্যেকেই সেই গণহত্যার সময় নিজের পরিবার থেকে হারিয়ে গিয়েছিল। চোখের পলকে সবকিছু অন্ধকার হয়ে গিয়েছিল তাদের। কঙ্গোর রিফিউজি ক্যাম্পে কেটে গিয়েছিল শৈশব। মুগাবো, রেনে’র মতো আরও বহু বাচ্চাদের এই পরিণতির কথা ভেবে একটা উপায় বের করেছিলেন বিবিসি’র নেভিল হার্মস। মূলত তাঁরই উদ্যোগে বিবিসি রাওয়ান্ডাতে পনেরো মিনিটের একটা রেডিও শো করে। যেখানে কঙ্গোর রিফিউজি ক্যাম্প থেকে বাচ্চাদের কথা শোনানো হত।
আর তার সূত্র ধরেই মুগাবো, রেনে এবং আরও বাচ্চার পরিবার খোঁজ পেল তাঁদের হারিয়ে যাওয়া সন্তানদের। আজ, সেই বাচ্চারা প্রায় প্রত্যেকেই ফিরে এসেছে নিজের পরিবারের কাছে। এই পনেরো মিনিট না থাকলে হয়ত এদেরকে মৃত বলেই ধরে নেওয়া হত।