পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন, যাঁরা শুধু তিমি বা ডলফিন দেখার আশায় তাকিয়ে থাকেন সমুদ্রের দিকে। অনেক বিচিত্র সামুদ্রিক জীবের অস্তিত্বই ধরা পড়ে তাঁদের চোখে। কিন্তু সাদা কুঁজযুক্ত তিমি বেশ দুর্লভ। এখনও অবধি এমন তিমি খুব কমই দেখা গিয়েছে। ১৯৯১ সালে অস্ট্রেলিয়ায় দেখতে পাওয়া সেই প্রথম প্রাণীটির নাম রাখা হয়েছিল মিগালু। আর সম্প্রতি নিউ সাউথ ওয়েলসের দক্ষিণ উপকূলে সেই মিগালুকেই দেখা গিয়েছে বলে দাবি করছেন কিছু পর্যবেক্ষক।
কিছুদিন হল শীত পড়েছে অ্যান্টার্কটিকার উপকন্ঠে। আর তার ফলে ক্রমশ উত্তর দিকে সরে আসছে সামুদ্রিক স্তন্যপায়ীর দল। তাদের মধ্যে যে একটি সাদা কুঁজযুক্ত তিমি আছে, সেটা অনেকের চোখেই ধরা পড়েছে। কিন্তু সেটাই মিগালু কিনা, সেবিষয়ে নিঃশংসয় নন বিশেষজ্ঞরা। ম্যাকোয়ারি ইউনিভার্সিটির বিজ্ঞানী ডা. ভানেসা পিরোটা মনে করছেন, এত তাড়াতাড়ি সিদ্ধান্তে আসা উচিত হবে না। তবে সাদা কুঁজের তিনি এখনও অবধি মাত্র চারটি খুঁজে পাওয়া গিয়েছে। তাই এই পর্যবেক্ষণকে বেশ গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।
১৯৯১ সালে মিগালুকে প্রথমবার দেখার পর থেকেই অবশ্য বিশেষজ্ঞদের মধ্যে বেশ চাঞ্চল্য ছড়িয়েছিল। তিমিটি অ্যালবিনো আক্রান্ত, নাকি কোনো বিশেষ প্রজাতির, সেবিষয়ে সংশয় আছে বিশেষজ্ঞদের মধ্যে। মিগালুর সুরক্ষার জন্য সরকারি নানা ব্যবস্থাও নেওয়া হয়েছে। তাই নিউ সাউথ ওয়েলস থেকে খবর আসা মাত্রই সচেতন হয়ে উঠেছে অস্ট্রেলিয়ার প্রাণী সুরক্ষা বিভাগ। আর সেইসঙ্গে সাধারণ মানুষের উৎসাহও চোখে পড়ার মতো।
Powered by Froala Editor
আরও পড়ুন
৮২ ফুট লম্বা তিমি, প্লাস্টিকের বর্জ্য দিয়ে অভিনব কীর্তি শিল্পীর