শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি— পৃথিবী থেকে দৃশ্য গ্রহদের তালিকায় উজ্জ্বলতার নিরিখে শীর্ষেই রয়েছে সৌরজগতের এই চার সদস্য। ইউরেনাস বা নেপচুনের থেকে তুলনামূলকভাবে দূরত্ব অনেক কম হওয়ায় খালি চোখেই দেখতে পাওয়া যায় এই চার গ্রহকে। এবার এক সরলরেখায় (Aligned) দেখা মিলবে তাদের। যা বিরলতম মহাজাগতিক ঘটনা। জ্যোতির্বিজ্ঞানীদের পরিভাষায় ‘রেয়ার অফ রেয়ারেস্ট ইভেন্ট’ (Rare Of The Rarest Events)।
আগামী ৩০ এপ্রিল সূর্যোদয়ের ঠিক আগে, আনুমানিক ভোর চারটে নাগাদ পূর্ব আকাশে দেখা মিলবে এই স্বর্গীয় দৃশ্যের। চাঁদের ঠিক পিছনেই থাকবে বৃহস্পতি। বৃহস্পতির ০.২ ডিগ্রি দক্ষিণে থাকবে শুক্র। তারপর যথাক্রমে অবস্থান নেবে মঙ্গল ও শনি। টেলিস্কোপ বা অন্য কোনো যন্ত্রের প্রয়োজন পড়বে না এই দৃশ্য চাক্ষুষ করার জন্য। খালি চোখেই দেখতে পাওয়া যাবে নৈসর্গিক মহাজাগতিক খেলা। উল্লেখ্য, ২০২১ সালে মঙ্গল, বৃহস্পতি ও শনিকেও দেখা গিয়েছিল একই সরলরেখায়। কিন্তু চলতি বছরের এই ঘটনাকে বিরলতম বলা হচ্ছে কেন?
সাধারণত, একাধিক গ্রহ এবং সূর্যের এক সরলরেখায় অবস্থানের এই ঘটনাকে জ্যোতির্বিদ্যার পরিভাষায় বলা হয় ‘প্ল্যানেট প্যারেড’ (Planet Parade)। সৌরজগতের সমস্ত গ্রহই প্রায় একই তলে আবর্তন করছে সূর্যের চারিদিকে। ফলে, নির্দিষ্ট সময় পর পর উপবৃত্তীয় কক্ষপথের সংকীর্ণ ব্যান্ডের মধ্যে অবস্থান করে একাধিক গ্রহ। দৃশ্যমান হয় ‘মহাজাগতিক কুচকাওয়াজ’-এর ঘটনা।
সবমিলিয়ে প্রায় তিন ধরনের ‘প্ল্যানেট প্যারেড’ লক্ষ করা যায় সৌরজগতে। সূর্যের একপাশে তিনটি গ্রহের সহাবস্থান তারই একটি ধরন। যা দেখা গিয়েছিল ২০২১ সালে। কখনও আবার সূর্যকে মাঝে রেখে সরলরেখায় অবস্থান করে ৫টি গ্রহ। এক্ষেত্রে খালি চোখে দৃশ্যমান হয় না সবগুলি গ্রহ। এই ঘটনা লক্ষ করা যায় ১৭০ বছর অন্তর অন্তর। তৃতীয় ধরনটি হল, সূর্যের একদিকে একইসঙ্গে সারিবদ্ধ হয় ৪টি গ্রহ। যে মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে আগামীকাল। উল্লেখ্য, প্রায় হাজার বছর ছাড়া ছাড়া দেখতে পাওয়া যায় এই ঘটনা। শেষ ৯৪৭ অব্দে পৃথিবীর আকাশে সারিবদ্ধ হয়েছিল শুক্র, মঙ্গল, বৃহস্পতি ও শনি। সেই কারণেই এই মহাজাগতিক ঘটনাকে বিরলের মধ্যেও বিরলতম বলে স্বীকৃতি দিয়েছেন জ্যোতির্বিদরা।
২৯ এপ্রিল রাত পর্যন্ত এই চার গ্রহের সঙ্গে চাঁদকেও দেখা যাবে প্রায় একই সরল রেখায়। তারপর ধীরে ধীরে এই মহাজাগতিক রেখা থেক বিচ্যুত হবে পৃথিবীর একমাত্র উপগ্রহ। বাকি চারটি গ্রহকে সারিবদ্ধ অবস্থায় দেখা মে মাসের শুরুর দিকেও। পরবর্তীতে ধীরে ধীরে ব্যবধান বাড়াবে শনি। তবে বাকি তিন গ্রহকে পূর্বআকাশে দেখা যাবে জুন মাসের শুরুর দিক পর্যন্ত। বলার অপেক্ষা থাকে না, বিরলতম এই ঘটনার সাক্ষী হতে মুখিয়ে রয়েছে বিশ্বের সমস্ত স্টারগেজাররাই…
Powered by Froala Editor