আম্বেদকরের বইয়ের নামে অ্যালবাম, জাতিভেদের বিরুদ্ধে র‍্যাপই হাতিয়ার দুলেশ্বরের

“আমার র‍্যাপ আপনাদের আনন্দ দেওয়ার জন্য নয়। র‍্যাপ আমার কাছে বিনোদনের কোনো মাধ্যম নয়। আমার র‍্যাপ শুনে আপনারা নাচবেন, তাই গান তৈরি করি না।” সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিওতে এই কথাগুলোই বলতে শোনা গিয়েছে দুলেশ্বর ট্যান্ডিকে। অবশ্য র‍্যাপার দুলে নামেই তাঁকে একডাকে আজ চেনেন সবাই। বছরখানেক আগে কেন্দ্রীয় লকডাউনের সময় পরিযায়ী শ্রমিকদের দুরাবস্থার কথা তিনি তুলে ধরেছিলেন র‍্যাপের মাধ্যমে। আর সেই থেকেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে তাঁর পরিচিতি।

তবে শুধুই সামাজিক মাধ্যমে জনপ্রিয়তা পেয়ে সন্তুষ্ট নন তিনি। বরং সমসাময়িক কালের সঙ্গে র‍্যাপের প্রাসঙ্গিকতাকে মিলিয়ে দেওয়াই তাঁর উদ্দেশ্য। তিনি বলেন, আজও আমাদের দেশে জাতপাত এক জ্বলন্ত সমস্যা। আর এই সময় নতুন করে বাবাসাহেব আম্বেদকরের চিন্তাধারাকে তুলে আনার প্রয়োজন আছে বলে মনে করছেন র‍্যাপার দুলে। তাই এবার নতুন অ্যালবামের ভিতর দিয়ে সেই চিন্তাধারাকেই তুলে আনতে চাইছেন তিনি। আর সেই রেকর্ডের নামও ঠিক করে ফেলেছেন। ‘অ্যানিহিলিয়েশন অফ কাস্ট’। ঠিক এই নামেই বাবাসাহেবের বক্তৃতামালার সংকলন প্রকাশিত হয়েছে। গানের মধ্যে দিয়ে সেই বক্তৃতামালাকেই তুলে আনতে চলেছেন র‍্যাপার দুলে।

পেশায় নির্মাণশ্রমিক কালাহাণ্ডি জেলার দুলেশ্বর ট্যান্ডি। সাম্প্রতিক সময়ে গানের জন্য জনপ্রিয়তা পেলেও আজও তাঁকে স্বীকার করে নিতে নারাজ রেকর্ডিং কোম্পানিগুলি। তার উপর এই গান যে একেবারে রাজনৈতিক। ব্যবসায়িক প্রতিযোগিতায় কি চলবে এইসমস্ত গান? এমন সংশয় প্রকাশ করেই এড়িয়ে গিয়েছে সমস্ত কোম্পানি। তাই দুলেশ্বর ঠিক করেছেন তিনি নিজেই রেকর্ডিং-এর ব্যবস্থা করবেন। তবে তার জন্য তো টাকার প্রয়োজন। সেই অর্থের জন্য তাঁর ভক্তদের কাছেই সাহায্যের আবেদন জানিয়েছেন দুলেশ্বর।

শুধুই জাতপাত নয়, এর আগেও বারবার সামাজিক ও রাজনৈতিক সমস্যা নিয়ে প্রতিবাদে সরব হয়েছেন দুলেশ্বর। হাথরাস ধর্ষণকাণ্ড থেকে শুরু করে দিল্লির কৃষক আন্দোলন, প্রতিবাদের অস্ত্র হিসাবে র‍্যাপকেই তুলে এনেছেন দুলেশ্বর। সেই সমস্ত গান শুধু সামাজিক মাধ্যমের মধ্যে সীমাবদ্ধ রাখতে চান না তিনি। তাই সবই একসঙ্গে একটি রেকর্ডে প্রকাশ করবেন বলে জানিয়েছেন তিনি। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, একসময় র‍্যাপ গান পছন্দ করতেন না তিনি। মনে করতেন পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত বড়োলোকের ছেলেমেয়েদের মনোরঞ্জনের জন্যই বুঝি এই গান। কিন্তু কলেজে পড়ার সময় গানের ইতিহাস খুঁজতে গিয়ে সেই ভুল ভাঙে। র‍্যাপ তো আসলে নিপীড়িত মানুষের প্রতিবাদের অস্ত্র। সেই অস্ত্রকে তার সর্বোচ্চ শক্তিতেই প্রয়োগ করা উচিৎ। আর সেটাই এখন দুলেশ্বরের একমাত্র লক্ষ্য।

আরও পড়ুন
পরিযায়ী শ্রমিকদের দুর্দশা তুলে ধরতে হাতিয়ার র‍্যাপ, ডাক এল ফিল্ম ইন্ডাস্ট্রি থেকেও

তথ্যসূত্রঃ Annihilation of Caste: Kalahandi rapper Dule Rocker plans album ‘to take forward Ambedkar’s legacy’, Akanksha Mishra, Scroll

আরও পড়ুন
‘একলা চলো রে’, কৃষকের অবস্থা নিয়ে র‍্যাপ কলকাতার ছেলের

Powered by Froala Editor