এ-বছরের মতো বাতিল রঞ্জি ট্রফি, ৮৭ বছরের ইতিহাসে এই প্রথম

ক্রিকেট মানেই আজও অনেকের কাছে শুধুই টেস্ট ক্রিকেট। আর নানা রাজ্যের প্রতিভাবান খেলোয়াড়দের আত্মপ্রকাশের সবচেয়ে বড়ো জায়গা তো অবশ্যই রঞ্জি ট্রফি। তবে সেই নিরবিচ্ছিন্ন ইতিহাসে ছেদ পড়তে চলেছে এই প্রথম। ৮৭ বছরের ইতিহাসে এই প্রথম স্থগিত থাকবে রঞ্জি ট্রফি। শনিবার এ-কথা স্পষ্ট করে দিলেন বিসিসিআই কর্তারা।

রঞ্জি নাকি বিজয় হাজারে - কোন পথে হাঁটবে বিসিসিআই; এমন প্রশ্ন ঘুরছিল বেশ কিছুদিন ধরেই। করোনা পরিস্থিতিতে অনেকটাই সময় নষ্ট হয়েছে। এই অবস্থায় দুটি ট্রফি আয়োজন করা সম্ভব ছিল না। তবে শেষ পর্যন্ত রঞ্জির বদলে বিজয় হাজারে ট্রফিকেই বেছে নিলেন কর্তারা। অবশ্য এই সিদ্ধান্তকে ঘিরে অসন্তোষ জমা হয়েছে ক্রীড়াপ্রেমী মানুষদের মধ্যে। রঞ্জি ট্রফির মতো ঐতিহ্যশালী টুর্নামেন্ট বন্ধ রাখার প্রস্তাবে ক্ষুব্ধ তাঁরা। তাছাড়া এই টুর্নামেন্টের সঙ্গে ঘরোয়া ক্রিকেটারদের রোজগারের প্রশ্নও জড়িয়ে।

যদিও বিসিসিআই-এর পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, রঞ্জির মতো টুর্নামেন্ট আয়োজন করতে গেলে অন্তত দুমাস সময় দরকার। অথচ এর মধ্যেই আইপিএল-এর সময় এগিয়ে আসছে। তাই সবদিক ভেবেই বিজয় হাজারে ট্রফির জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। পাশাপাশি একই সময়ের মধ্যে মহিলাদের জাতীয় একদিনের টুর্নামেন্ট এবং ভিনু মানকড় ট্রফির আয়োজনও করা হবে বলে জানানো হয়েছে। আর রঞ্জির খেলোয়াড়দের যাতে আর্থিক সমস্যায় না পড়তে হয়, তাই তাঁদের দৈনিক খেলার মজুরি বোর্ড নিজস্ব জরিমানা হিসাবে দেবে। তবে সময় মেনে সমস্ত একদিন এবং টি-২০ টুর্নামেন্ট সম্পন্ন হলেও রঞ্জির মতো খেলা বাদ দেওয়ায় হতাশ অনেক ক্রিকেটপ্রেমী। আজও তাঁরা একদিনের বা আরও কম সময়ের ক্রিকেটের সঙ্গে মানিয়ে নিতে পারেননি।

Powered by Froala Editor

আরও পড়ুন
টেস্ট ক্রিকেটের ইতিহাসে ভারতের সর্বনিম্ন স্কোর, লজ্জার মুখে বিরাট-বাহিনী

More From Author See More