রামরাজ্য আদৌ আছে কিনা, তা নিয়ে সংশয় যথেষ্ট। কিন্তু রামপুর খুঁজে পেতে বেশি দূর যেতে হবে না আপনাকে। দেশের প্রতিটা রাজ্যেই একাধিক গ্রামের নাম রামপুর। অথবা নামের সঙ্গে জড়িয়ে আছে আরও কিছু শব্দ। যেমন রামপুরহাট বা রামপুরবাজার। সারা দেশের সমস্ত গারমের মধ্যে রামপুর নামের উল্লেখই সবচেয়ে বেশি। অন্তত তেমনটাই দেখাচ্ছে এক মানচিত্র নির্মাতার তৈরি ছবি।
ওয়ার্ল্ড রিসোর্সেস ইনস্টিটিউটের কর্মচারী রাজ ভগৎ পালাচিনামি সম্প্রতি তাঁর ট্যুইটার হ্যান্ডেলে এই মানচিত্র প্রকাশ করেছেন। আর তাতে দেখা গিয়েছে ভারতের প্রায় সমস্ত রাজ্যেই অসংখ্য গ্রামের সঙ্গে জড়িয়ে আছে রামপুর নাম। সামাজিক মাধ্যমে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সঙ্গে সঙ্গেই। জানা গিয়েছে পাবলিক পলিসি গবেষক পবন শ্রীনাথের সমীক্ষার উপর নির্ভর করেই এই মানচিত্র তৈরি করেছেন রাজ ভগৎ।
মানচিত্র থেকে দেখা গিয়েছে রামপুর নামের সবচেয়ে বেশি গ্রাম আছে বিহার, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গে। আর রাজ ভগতের কথায়, পশ্চিমবঙ্গে এত বেশি সংখ্যক রামপুরের অস্তিত্ব সত্যিই অবাক করে। কারণ তিনি ভেবেছিলেন শুধুমাত্র হিন্দিভাষী এলাকাতেই এই নাম খুঁজে পাওয়া যাবে। কিন্তু বাংলাতেও তার অস্তিত্ব বিহার বা উত্তরপ্রদেশের চেয়ে কোনো অংশে কম নয়। এমনকি দক্ষিণ ভারত বা উত্তর পূর্বের রাজ্যগুলিতেও একাধিক রামপুরের অস্তিত্ব রয়েছে।
রাজ ভগত আরও জানিয়েছেন যে শুধুমাত্র স্যাটেলাইট ইমেজ এবং সমীক্ষার উপর ভিত্তি করেই এই মানচিত্র তৈরি করা হয়েছে। বাস্তবে এই নামের গ্রামের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে। মোট সংখ্যা কত, তা আন্দাজ করা কঠিন। কিন্তু দেশের সবচেয়ে বেশি গ্রামের নামের সঙ্গে যে রামপুর শব্দটি জড়িয়ে, একথা সত্যিই অবাক করে।
আরও পড়ুন
মানচিত্র থেকে হারিয়ে গিয়েছে যেসব দেশ; ব্রিটিশ লেখকের কলমে অবাক-করা ইতিহাস
Powered by Froala Editor
আরও পড়ুন
সূর্যের করোনার মানচিত্র তৈরি করলেন দুই বাঙালি বিজ্ঞানী