আলাপ-আলোচনায় নিষ্পত্তি নয়, বরং সীমান্ত সমস্যায় সরাসরি যুদ্ধের উপরেই আস্থা রাখছে ভারত সরকার। রবিবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের বক্তব্যে এই কথাই প্রমাণ হয়ে গেল। দেশের সেনাপ্রধানদের সঙ্গে এইদিন জরুরি ভিত্তিতে বৈঠকে বসেন রাজনাথ সিং। সূত্রের খবর, সেই মিটিং থেকে ভারত-চিন সীমান্ত সমস্যার সমাধানে সামরিক বাহিনীর উপর পূর্ণ-স্বাধীনতা ঘোষণা করেছেন মন্ত্রী। সেইসঙ্গে চিনের সেনাবাহিনীকে যোগ্য জবাব দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
লাদাখ সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে গালওয়ান অঞ্চলে ১৫ জুন সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা নিহত হয়েছেন বলে জানা গিয়েছে। আহতের সংখ্যাও সরকারি মতে ৭৬। এরপর থেকেই দুই দেশের মধ্যে চাপানউতোর চলতে থাকে। গালওয়ান অঞ্চলকে চিন নিজেদের নিয়ন্ত্রণাধীন বলে দাবি করলেও, সেই দাবি উড়িয়ে দিয়েছে ভারত। আর দুই রাষ্ট্রের দ্বন্দ্বের সঙ্গে জড়িয়ে পড়েছে অসংখ্য মানুষের দেশাত্মবোধ এবং জাতীয়তাবোধ।
এই পরিস্থিতিতে রবিবার আলোচনায় উপস্থিত ছিলেন দেশের মুখ্য সামরিক কর্মচারী জেনারেল বিপিন রাওয়াত এবং তিনটি বাহিনীর প্রধান অফিসাররা। আলোচনা শেষ হতে না হতেই গালওয়ান অঞ্চলে একাধিকবার মার্চ করে সীমান্তবাহিনী এবং বিমান বাহিনীর সেনারা। সব মিলিয়ে লাদাখ সীমান্তে যুদ্ধের ভেরী বেজে উঠতে আর বেশি দেরি নেই বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।
Powered by Froala Editor