পাখি মৃত্যুর খবর আবার শিরোনামে। সম্প্রতি, এক সপ্তাহে দশহাজার পরিযায়ী পাখির মৃত্যু হয়েছে রাজস্থানের সম্বর হ্রদের কাছে। আর, হঠাৎ এত পাখির মৃত্যু নিয়েই ঘনীভূত হয়েছে রহস্য।
ভারতের বৃহত্তম লবণাক্ত এই হ্রদে প্রত্যেক বছরই পরিযায়ী পাখিদের ভিড় জমে। কিন্তু এত পাখির একসঙ্গে মৃত্যুর ঘটনা রীতিমতো আশ্চর্যজনক। বনবিভাগের প্রাথমিক অনুমান অনুযায়ী, এভিয়ান ফ্লু-এর কারণেই মৃত্যু হয়েছে পাখিদের। কিন্তু ভোপালের একটি ল্যাবরেটরির রিপোর্টে, মৃত্যুর কারণ হিসেবে এভিয়ান ফ্লু-কে দায়ী করা হয়নি। এরপরই টনক নড়েছে সকলের। কারণ খোঁজার চেষ্টায় উঠেপড়ে লেগেছে বনবিভাগ। অবাক স্থানীয় বাসিন্দারও।
পৃথিবীতে দিনকে দিন দূষণের মাত্রা বাড়ছে। পাখিদের মৃত্যুর কারণে তাই দূষণকেও উড়িয়ে দিচ্ছেন না অনেকে। সম্বর হ্রদের নোনা জল দূষিত হয়ে যাওয়ার সম্ভাবনাকেও দায়ী করছেন গবেষকরা। লেক থেকে মাত্র ১২-১৩ কিলোমিটারের মধ্যে পাখিগুলিকে মৃত অবস্থায় পাওয়া গেছে।
শীত এলেই পরিযায়ী পাখিদের ভিড় বাড়ে এই হ্রদে। তার আগেই এমন দুর্ঘটনা দুঃখজনক। বিদেশি পাখিদের এমন মৃত্যুর ঘটনা আগে ঘটেছে বলে জানা যায় না। প্রকৃতির দূষণ বাড়ায় বদলে যাচ্ছে বাস্তুতন্ত্র। ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রাণীকূল, ক্রমশ বেঁচে থাকা কঠিন হয়ে উঠছে বিভিন্ন প্রজাতির। প্রতিকার কবে মিলবে, তা অবশ্য জানা নেই কারোরই।