বয়স কুড়ি বছর। তবে রাজস্থানেই এই যুবকের স্কুলের প্রথাগত শিক্ষা নেওয়া সম্ভব হয়ে ওঠেনি কখনো। তবুও এক ঝটকাতেই শকুন্তলা দেবীর কথা মনে করে দিল সে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রীতিমত ঝড় তুলেছে এই যুবকের অবিশ্বাস্য গাণিতিক দক্ষতা। তাঁকে ‘সুপার হিউম্যান’ বলেই অভিহিত করছেন সাধারণ মানুষ।
সম্প্রতি তাঁকে নিয়ে একটি ভিডিও ট্যুইটারে প্রকাশ করেন ‘টেড্ডি’ নামের এক ব্যক্তি। সেখানে দেখা যায় ওই ব্যক্তি কিছু গাণিতিক সমস্যা জিজ্ঞেস করছেন ইরফান নামের এই আশ্চর্য যুবককে। আর মুহূর্তের মধ্যেই অত্যন্ত দ্রুততার সঙ্গে তার উত্তর বলে দিচ্ছে ইরফান। ১২ বছরের কোনো ব্যক্তির বয়স কত ঘণ্টা বা কত দিন, এসব প্রশ্নের উত্তর চোখের পাতা পড়ার আগেই ভেসে উঠছে ইরফানের ঠোঁটে।
ইরফানের বাড়ি রাজস্থানের ডুডু অঞ্চলে। বাবা-মা দু’জনেই পরিযায়ী শ্রমিক। ঠাকুমা এবং বোনের সঙ্গেই বাড়িতে বসবাস করে ইরফান। ইরফানের বোন জানায় অঙ্কে জটিল সমস্যার সমাধানে কোনো অসুবিধা হলেই তার দাদা সেসব মুখে মুখেই করে দেয় তাকে। অথচ তার শিক্ষাগত যোগ্যতা বলে কিছুই না। এ যেন এক জন্মগত প্রতিভা। তবে প্রতিবেশীদের অনেকের মতে ছোটবেলায় ইরফানের মস্তিষ্কে একটি গুরুতর অস্ত্রোপচার হওয়ার পর থেকে এই ক্ষমতা চলে আসে তার মধ্যে। যদিও এর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
ইরফানের এই অস্বাভাবিক দক্ষতায় উচ্ছ্বসিত সোশ্যাল মিডিয়ার মানুষেরা। অভিবাদনের সঙ্গেই সেই ভিডিয়োয় অনেকেই মেনশন করেছেন সিনেমার পর্দায় শকুন্তলা দেবীর চরিত্রে অভিনয় করা অভিনেত্রী বিদ্যা বালানকেও। আবার প্রশ্ন তুলছেন এইভাবেই কি অবহেলিত হবে এমন প্রতিভারা?
Powered by Froala Editor
আরও পড়ুন
‘হিউম্যান কম্পিউটার’, বই লিখেছেন সমকামী সম্পর্ক নিয়েও; শকুন্তলা দেবীর জীবন এবার পর্দায়