ভারতীয় রেলে এবার হতে চলেছে নবতম সংযোজন। রেল বাইসাইকেল। রেলমন্ত্রী পীযূষ গোয়েল সম্প্রতি তাঁর ট্যুইটার হ্যান্ডেলে একটি ছবি প্রকাশ করেছেন। সেখানে দেখা যাচ্ছে, একটি পুরোনো বাইসাইকেলের সঙ্গে হাল্কা ওজনের লোহার পাইপ দিয়ে আটকানো রয়েছে একজোড়া চাকা, যা রেলট্র্যাকে চলতে সক্ষম। ছবিটির ক্যাপশানে রেলমন্ত্রী লিখেছেন, ভারতীয় রেলের তরফে দ্রুত ট্র্যাকের রক্ষণাবেক্ষণ, জরুরি মেরামতি ও পরীক্ষানিরীক্ষার কাজে ব্যবহৃত হবে এই নতুন সাইকেল। মূলত যাত্রী সুরক্ষার খাতিরেই রেলের এই সহজ কিন্তু অত্যাশ্চর্য প্রয়াস।
রেলমন্ত্রক সূত্রে জানা গেছে, এই ধরণের একেকটি বাইসাইকেল নির্মাণে খরচ পড়বে মাত্র ৫০০০ টাকা। প্রতিটি অংশ জোড়াও যাবে সহজে। ২০ কেজি ওজনের এই সাইকেলটি যেকোনো পূর্ণবয়স্ক মানুষের পক্ষেই ওঠানো সম্ভব হবে। এর সর্বাধিক গতিবেগ থাকবে ঘণ্টায় ১৫ কিমি। গড় গতিবেগ থাকবে ঘন্টায় ১০ কিমি। একটি সাইকেলে দু’জন কর্মীর পক্ষে যাওয়া আসা করা সম্ভব হবে।
কিন্তু এর প্রয়োজনটা ঠিক কোথায়? জানা গেছে, বিশেষত বর্ষার সময় রেলট্র্যাকগুলি প্রায়শই কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়। ফলত অনিচ্ছাকৃত ভাবে যাত্রীদের ট্রেন পরিষেবার উপর তার প্রভাব পড়ে। এই বাইসেকেলের সাহায্যে অনেক তাড়াতাড়ি এখন পৌঁছে যাওয়া যাবে সেসব জায়গায়। করা যাবে জরুরি মেরামতির কাজ। এছাড়া ভারী বৃষ্টির পরে রেলব্রিজগুলি ও অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গা সহজে, তাড়াতাড়ি পরিদর্শনের কাজেও ব্যবহৃত হবে এই নয়া বাইসাইকেল।
চলতি কোভিড মহামারীর কারণে অনেক অংশে এখন রেল পরিষেবা পুরোপুরি বন্ধ। সেসব জায়গাতেও পেট্রোলিং-এর কাজ করবে এই রেলবাইসাইকেল। এছাড়া জরুরিভিত্তিতে পরিষেবা দেওয়া ছাড়াও গরমকালে রেললাইনগুলি পরিদর্শনের কাজেও ব্যবহার করা হবে এদের, বলে জানিয়েছে রেলমন্ত্রক। সবমি লিয়ে, যাত্রীসুরক্ষা প্রদানে ভারতীয় রেলের এই সহজ এবং অভিনব নয়া প্রচেষ্টাটিকে সাধুবাদই জানাচ্ছে সব মহল।
আরও পড়ুন
পেনশন ও বেতন দেওয়ার মতো অর্থ নেই ভাঁড়ারে, অর্থমন্ত্রকের দ্বারস্থ রেল
Powered by Froala Editor
আরও পড়ুন
রেলে নতুন নিয়োগ আপাতত স্থগিত, সংকটে অসংখ্য চাকুরিপ্রার্থীর ভবিষ্যৎ