উইম্বলডন, অলিম্পিকের মঞ্চ থেকে সরে দাঁড়ালেন নাদাল; হতবাক বিশ্ব

গত বছরের কথা। ২০২০-র ফ্রেঞ্চ ওপেন জিতে এক রূপকথার বিশ্ব রেকর্ড তৈরি করেছিলেন তিনি। স্পর্শ করেছিলেন কিংবদন্তি রজার ফেডেরারকে। রাফায়েল নাদাল। তবে ১৩ বারের গ্র্যান্ডস্ল্যাম-জয়ী রাফায়েলকে সদ্য-সমাপ্ত ফরাসি ওপেনে খানিকটা নিষ্প্রভই মনে হয়েছিল। সেমি-ফাইনালে প্রথম সেটে জিতলেও পরের দুটি সেটে জকোভিচের কাছে হেরে বিদায় নেন তিনি। এবার উইম্বলডন এবং অলিম্পিকের মঞ্চ থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন স্প্যানিশ টেনিস তারকা। নাদালের এই সিদ্ধান্তে হতবাক গোটা বিশ্বই।

কিন্তু হঠাৎ এমন সিদ্ধান্তের কারণ কী? সম্প্রতি টুইটারে একটি বিবৃতি প্রকাশ করে নাদাল জানান, শরীরের কথা ভেবেই এই সিদ্ধান্ত। এখনও চোট থেকে সম্পূর্ণভাবে সেরে উঠতে পারেননি তিনি। নাদালের এই টুইটের পরেই ঘনিয়ে উঠছে জল্পনা। তবে কি তিনি চোট নিয়েই কোর্টে নেমেছিলেন ফরাসি ওপেনে? আর সেই কারণেই কি চিরাচরিত ফর্মে দেখা যায়নি তাঁকে? ফিরে ফিরে আসছে এই প্রশ্নই। তবে সে ব্যাপারে নিশ্চিত করে কিছুই জানাননি ৩৫ বছর বয়সী টেনিস স্পেনিয়ার্ড। 

আগামী ২৮ তারিখ থেকেই শুরু হতে চলেছে উইম্বলডন। হাতে আর দু’সপ্তাহেরও কম সময়। এর মধ্যে শারীরিক অবস্থা পুনরুদ্ধার করে শক্ত সুরকির পিচে নামা তাঁর পক্ষে সম্ভব হবে না বলেই জানাচ্ছেন নাদাল। একই কারণে তিনি অংশ নিচ্ছেন না অলিম্পিকেও। তবে নিজের টেনিস কেরিয়ারে এক্ষুনিই যে ইতি টানছেন না, তা স্পষ্ট করে দেন তিনি। বরং, দীর্ঘমেয়াদি কেরিয়ারের কথা ভেবেই এই সিদ্ধান্ত। 

তাছাড়াও চলতি মরশুমে সবমিলিয়ে পাঁচটি টুর্নামেন্ট খেলেছেন নাদাল। ফলে রয়েছে ক্লান্তিও। অলিম্পিকের মতো বিশ্বমানের মঞ্চে, এমত অবস্থায় খেলে সুযোগ নষ্ট করা উচিত নয় বলেই মনে করছেন তিনি। এই বিষয়ে দল এবং চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানাচ্ছেন নাদাল। যে কোনো খেলোয়াড়ের কাছে অগ্রিধার পায় অলিম্পিকের মঞ্চ। এমন একটা মঞ্চ থেকে সরে আসার বিষণ্ণতাও যেন বার বার ফিরে আসছে তাঁর বিবৃতিতে। তবে দ্রুতই যেন টেনিস কোর্টে ফিরতে পারেন তিনি— সেই প্রার্থনাই করছেন তাঁর ভক্তরা…

আরও পড়ুন
অলিম্পিকের স্বাস্থ্যবিধি অবৈজ্ঞানিক, দাবি স্বাস্থ্যবিদদের

Powered by Froala Editor

আরও পড়ুন
মায়ানমার ‘গণহত্যাকারী’, অলিম্পিকে বহিষ্কারের দাবি সে-দেশেরই সাঁতারুর