নিলামে উঠছে রবীন্দ্রনাথের লন্ডনের বাড়ি

১৯১২ সাল সেটা। বেশ কয়েক মাসের জন্য ব্রিটেনভ্রমণে গিয়েছিলেন রবীন্দ্রনাথ (Rabindranath Tagore)। ছিলেন উত্তর লন্ডনের (London) হ্যাম্পস্টেড হেলথের ৩ নং ভিলায়। কাছেই তৎকালীন ওক হিল পার্কে থাকতেন ব্রিটিশ শিল্পী এবং লেখক স্যার উইলিয়াম রটেনস্টাইন। বিকাল গড়ালে রবীন্দ্রনাথের সঙ্গে আড্ডা জমাতে মাঝেমধ্যেই তিনি হাজির হতেন হ্যাম্পস্টেডের ৩ নং ভিলায়। এই বাড়িতে বসেই তিনি মুগ্ধ হয়েছিলেন ‘গীতাঞ্জলি’-তে। তারপর তাঁর হাত ধরেই সেই পাণ্ডুলিপি পৌঁছে গিয়েছিল ডব্লু.বি. ইয়েটসের হাতে। সেখান থেকে নোবেল কমিটি। বাকিটা জানা সকলেরই। 

মাত্র কয়েকদিন আগের কথা। রবীন্দ্রনাথের লন্ডনভ্রমণের সময় আঁকা একগুচ্ছ ছবি দেড় কোটি টাকায় বিক্রিত হয়েছিল নিলামে। এবার নিলামে উঠতে চলছে রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত লন্ডনের সেই ঐতিহাসিক বাড়িটিও। ব্রিটিশ নিলাম সংস্থা গোল্ডস্মিথ অ্যান্ড হাওল্যান্ডের তত্ত্বাবধানে ইতিমধ্যেই শুরু হয়েছে গেছে ঐতিহাসিক ভবনটির বিক্রির কর্মসূচি। প্রাথমিকভাবে মূল্য নির্ধারিত হয়েছে ২৭ লক্ষ পাউন্ড। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ২৭.৩ কোটি টাকা। 

ঐতিহাসিক এই বাড়িটির সাংস্কৃতিক গুরুত্ব যে অপরিসীম, তা বলার অপেক্ষা থাকে না। এমনকি লন্ডন সরকারের তরফে বেশ কয়েক বছর আগে ব্লু প্লেকও বসানো হয় এই বাড়ির ফটকে। ফলত, এমন একটি ঐতিহাসিক নির্মাণ ব্যক্তিগত মালিকানায় চলে গেলে, তার ঐতিহ্য সংরক্ষিত হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে লন্ডনের বুকে বিপুল অঙ্কের অর্থের বিনিময়ে সাধারণ কোনো সংস্থার পক্ষে এই বাড়ি কেনা প্রায় অসম্ভব বললেই চলে। এই মুহূর্তে দাঁড়িয়ে, একমাত্র পশ্চিমবঙ্গ সরকারের দ্রুত হস্তক্ষেপই ব্যক্তি মালিকানার হাত থেকে বাঁচাতে পারে ঐতিহাসিক বাড়িটিকে। সরকারের কাছে ইতিমধ্যেই সেই আবেদন জানিয়েছেন চলচ্চিত্রকার সঙ্গীতা দত্ত-সহ একাধিক খ্যাতনামা ব্যক্তিত্ব।  

অবশ্য ২০১৫ সালে লন্ডন সফরের সময়ই এই বাড়িটি সরকারের তরফে কেনার আগ্রহ দেখিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তৎকালীন সময়ে বাড়িটি ইংলিশ হেরিটেজ ট্রাস্টের আওতায় থাকায়, রাজ্য সরকারের কিনে নেওয়া সম্ভব হয়নি। সম্প্রতি হেরিটেজ ট্রাস্টের রক্ষণাবেক্ষণের মেয়াদ শেষ হওয়ায় নিলামে উঠল রবীন্দ্রনাথের বাড়িটি। এখন দেখার, কত দ্রুত লন্ডনের সঙ্গে যোগাযোগ করে এই নিলাম ঠেকাতে পারে রাজ্য সরকার…

আরও পড়ুন
রবীন্দ্রনাথের আঁকা ছবির নিলাম লন্ডনে

Powered by Froala Editor

আরও পড়ুন
প্রত্নচিত্র-সহ আস্ত গুহার নিলাম

Latest News See More