করোনার সর্বগ্রাসী প্রভাব, লকডাউন, দারিদ্র্য, ঘূর্ণিঝড়— সমস্ত কিছু নিয়েই আলোচনা চলছে সব জায়গায়। বাড়ির ড্রয়িংরুম হোক, বা সোশ্যাল মিডিয়া, যুক্তি-প্রতিযুক্তির জাল বুনে চলেছি আমরা। এরই মধ্যে আরও একটি খবর জায়গা করে নিল সেখানে। ছোটোখাটো খবর নয়, রীতিমতো একটি বোমা। দাউদ ইব্রাহিম নাকি করোনা সংক্রমণে মারা গেছেন!
এমনই একটি খবর নিয়ে চলছে জল্পনা। এত তাড়াতাড়ি যে স্তিমিত হবে না, বলাই বাহুল্য। কারণ, ব্যক্তিটির নাম দাউদ ইব্রাহিম। আন্ডারওয়ার্ল্ডের কুখ্যাত ডন; বেটিং, ম্যাচ ফিক্সিং, খুন— কত কিছুর সঙ্গে যে জড়িয়ে রয়েছে এই লোকটির নাম। অপরাধ জগত যার নামে তটস্থ থাকে সবসময়, তিনি নাকি মারা গেছেন! এমন খবর সামনে আসতেই হইচই পড়ে যায়। দিনভর সোশ্যাল মিডিয়ায় চর্চা— সত্যিই কি করোনা থাবা বসিয়েছে দাউদ ইব্রাহিমের সংসারে?
১৯৯৩-এর মুম্বই হামলার মূল চক্রীই শুধু নন, তাঁর স্ত্রীও নাকি করোনায় আক্রান্ত হয়েছেন। করাচিতেই নাকি আছেন দাউদ, আর সেখানেই তাঁর চিকিৎসা চলছে। এরপরই নানা মুনির নানা মত সামনে আসতে থাকে। কেউ কেউ বলছেন, দাউদের নিরাপত্তারক্ষীদেরও করোনা হয়েছে। কারোর মতে, একেবারে মারাই গেছেন ডন! কিন্তু সত্যিই কি তাই? এত তাড়াতাড়ি ‘উল্লসিত’ হবার কারণ কি আছে?
দাউদ নিয়ে সরকারি তরফে কোনো বক্তব্য এখনও আসেনি। মারা যাওয়া তো পরের কথা, তাঁর আদৌ কোভিড হয়েছে কিনা, সেটাও জানা যায়নি। এরই মধ্যে দাউদ ইব্রাহিমের ভাই আনিস ইব্রাহিম জানিয়েছেন, দাউদের কোনোরকম কিছু হয়নি। করোনাও হয়নি। এসবই গুজব। দিব্যি নিজের ‘ব্যবসা’ চালাচ্ছেন ডন। এছাড়াও মনে রাখতে হবে, বহুবার দাউদের মৃত্যুর ‘রটনা’ ছড়ানো হয়েছে। কখনও হার্ট অ্যাটাক, কখনও গ্যাংরিন আক্রান্ত, কখনও আবার হাঁটু প্রতিস্থাপন। দাউদের অসুস্থতা নিয়ে চাপানউতোর চলেছেই। নয়া দিল্লি থেকেও খোঁজখবর করা হয়েছে। দাউদের নাগাল কিছুতেই পাওয়া যায়নি। কাজেই এই খবরও সত্যি কিনা, তা জানা যায় না। গুজব, আলোচনা দিয়েই নিজেকে ঢেকে রাখলেন অপরাধ জগতের ত্রাস!
Powered by Froala Editor