১০ হাজার বছরের কাজ ৩ মিনিটে, গুগল নিয়ে এল কোয়ান্টাম কম্পিউটার

কোনও একটি বিশেষ গবেষণা পড়ে আছে। কিন্তু সেটা সম্পন্ন করতে ১০ হাজার বছর সময় লাগবে। সেটাকেই মাত্র ৩ মিনিটে করে ফেলা সম্ভব? কয়েক বছর আগে সম্ভব না হলেও, এখন তার উপায় বেরিয়ে গেছে। কোয়ান্টাম কম্পিউটার। সম্প্রতি গুগল দাবি করল, তাদের এআই টিম এই বিশেষ ক্ষমতাশালী অত্যাধুনিক কম্পিউটার তৈরি করতে সক্ষম হয়েছে। যা নিয়ে বিজ্ঞান মহলে চর্চা অব্যাহত।   

সালটা ২০১২। আমেরিকার পদার্থবিদ জন প্রেসকিল একটি নতুন শব্দ শোনান আমাদের। ‘কোয়ান্টাম সুপ্রিমেসি’। অর্থাৎ, যে-কোনও কাজে এখনকার কম্পিউটারকে বিপুল টেক্কা দেওয়া। কয়েক হাজার বছরের কাজ মাত্র কয়েক মিনিটে করে দেওয়া। কিন্তু এই মতবাদের ওপর স্বয়ং প্রেসকিলের সন্দেহ ছিল। আদৌ কি হতে পারে সেটা? এই ব্যাপারটা নিয়েই বর্তমানে গবেষণা চালাচ্ছিল গুগল, এমআইটি, আইবিএম-এর মতো বেশ কিছু প্রতিষ্ঠান।

সম্প্রতি গুগলই এই কাজ সম্পূর্ণ করার দাবি জানাল। প্রখ্যাত আন্তর্জাতিক জার্নাল ‘নেচার’-এ এই কোয়ান্টাম কম্পিউটার বিষয় বিস্তারিত তথ্য ও বর্ণনা প্রকাশ পেয়েছে। এই কোয়ান্টাম কম্পিউটার আসলে অত্যন্ত দ্রুত ডেটা প্রসেসিং করবে। যে কাজ এখনকার কম্পিউটার করলে সময় লাগবে ১০ হাজার বছর, সেটাই কোয়ান্টাম কম্পিউটার ৩ মিনিটে সম্পূর্ণ করবে। কোয়ান্টাম মেকানিক্সের মূল ভাবনা থেকেই এই জিনিসটি তৈরি করা হয়েছে বলে জানাচ্ছেন গুগলের বিজ্ঞানীরা।

Latest News See More