প্রকাশিত হল ২০২১-এর কিউএস র্যা ঙ্কিং। আন্তর্জাতিক সংস্থা কোয়াকার্লি সায়মন্ড (কিউ-এস) নির্বাচিত পৃথিবীর সেরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলির তালিকায় এ-বছরও শীর্ষস্থান দখল করে রাখল যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলি। আশাহত করেই প্রথম ১০০-তে এ বছর জায়গা পেল না একটিও ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠান। তবে বিশ্বের প্রথম ৫০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে ৮টি ভারতীয় শিক্ষাকেন্দ্র।
মূলত ছ’টি বিষয়ের ওপরে নির্ভর করেই এই তালিকা প্রস্তুত করে কিউএস। এগুলির মধ্যে রয়েছে যথাক্রমে— একাডেমিক খ্যাতি, অধ্যাপকদের কৃতিত্ব, শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত, প্রতি ক্লাস পিছু অধ্যাপকের সংখ্যা, আন্তর্জাতিক অধ্যাপকদের অনুপাত এবং আন্তর্জাতিক শিক্ষার্থী অনুপাত।
এই র্যাঙ্কিং-ই জানিয়ে দিল এই মুহূর্তে ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে সবথেকে এগিয়ে রয়েছে আইআইটি-বম্বে। ক্রমাঙ্ক ১৭২। তা ছাড়াও ৫০০-এর মধ্যে রয়েছে আরও ৬টি আইআইটি (দিল্লি, মাদ্রাস, খড়গপুর, কানপুর, রুরকি, গুয়াহটি) এবং আইআইএসসি ব্যাঙ্গালোর। বিশ্বের মঞ্চে রাজ্যে অবস্থিত খড়গপুর আইআইটির স্থান ৩১৪ নম্বরে। কলকাতার আরেক অগ্রগণ্য শিক্ষা প্রতিষ্ঠান যাদবপুর বিশ্ববিদ্যালয় রয়েছে ৭০০-র মধ্যেই।
অক্সফোর্ড ছাড়া প্রথম ৫ বিশ্ববিদ্যালয়ের মধ্যে চারটিই যুক্তরাষ্ট্রের। এবছরেও শীর্ষস্থান ধরে রেখেছে আমেরিকার প্রবাদপ্রতিম শিক্ষা প্রতিষ্ঠান এমআইটি। এশীয় বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে শীর্ষস্থানে রয়েছে সিঙ্গাপুর জাতীয় বিশ্ববিদ্যালয়।
তবে ভারতে শিক্ষার দিক থেকে বম্বে আইআইটি প্রথম স্থানে থাকলেও সর্বাধিক কর্মসংস্থানের চাহিদা মিটিয়েছে আইআইটি-দিল্লি। অন্যদিকে এই ক্ষেত্রে শীর্ষে রয়েছে মার্কিন শিক্ষা প্রতিষ্ঠানগুলি। তবে এই প্রতিবেদন দাবি করে মার্কিন ও যুক্তরাষ্ট্রের শিক্ষাপ্রতিষ্ঠানগুলির পাশাপাশি ভারতীয় এবং এশীয় প্রতিষ্ঠানগুলি থেকেও যথেষ্ট মর্যাদাপূর্ণ চাকরি পাচ্ছেন শিক্ষার্থীরা। এবং তার সংখ্যা নেহাতই কম নয়। ফলে সেদিন থেকে বিদেশ যাওয়ার প্রবণতা খানিকটা হলেও কমছে। খানিকটা হলেও গুরুত্ব হারাচ্ছে বিদেশের এই প্রথম সারির প্রতিষ্ঠানগুলি...
Powered by Froala Editor
আরও পড়ুন
কল্যাণী বিশ্ববিদ্যালয়ে তৈরি ‘ইন্টারডিসিপ্লিনারি’ পাঠক্রম, ভারতে প্রথম