হাইওয়ে নির্মাণের সিদ্ধান্তে সংকটে পিরামিড, সমালোচনায় ঐতিহাসিক এবং সংরক্ষকরা

মিশর বললেই চোখের সামনে ভেসে ওঠে বিস্তীর্ণ মরুভূমি, স্থানে স্থানে মরুদ্যান; আর অবশ্যই পিরামিড। আর পিরামিড বলতেই মনে পড়ে গিজার সেই বিখ্যাত পিরামিড। যা কিনা পৃথিবীর অন্যতম আশ্চর্যের একটি। এতটাই বিখ্যাত এই পিরামিড যে কায়রো শহরের পার্শ্ববর্তী মালভূমির নামই হয়ে যায় পিরামিড মালভূমি। তবে এই পিরামিড মালভূমির ভবিষ্যৎ নিয়ে রীতিমতো চিন্তায় রয়েছেন ঐতিহাসিক থেকে সংরক্ষক সকলেই।

১৯৯০ সাল থেকে একাধিকবার কায়রো শহরের উন্নয়নের জন্য হাইওয়ে তৈরির কথা বলা হয়। কিন্তু প্রতিবারই সেই প্রকল্প অসম্পূর্ণ থেকে যায়। কিন্তু এবারে প্রকল্পের বিষয়ে রীতিমতো বেপরোয়া মনোভাব দেখা যাচ্ছে মিশর সরকারের পক্ষ থেকে। ইতিহাস বিভাগের মুখ্য সচিব মোস্তাফা আল-ওয়াজিরি জানিয়েছেন, গিজার পিরামিড দেখতে আসা অসংখ্য পর্যটকের এখানে আসতে বেশ অসুবিধাই হয়। কিন্তু সংরক্ষকরা দাবি করছেন, এর ফলে দূষণের প্রভাব পড়বে ঐতিহাসিক এই স্থাপত্যের উপরেও। অবশ্য আল-ওয়াজিরি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হাইওয়েতে শুধুই ব্যাটারি চালিত বাস চলাচল হবে। তাই দূষণের কোনো সম্ভাবনাই নেই। বরং উন্নয়নের এই প্রকল্পে প্রত্যেকের এগিয়ে আসা উচিৎ।

তবে এর পরেও নিশ্চিন্ত হতে পারছেন না অনেকেই। ইউনেস্কোর সদস্য জুলফিকার জানান, তিনি এই হেরিটেজ এরিয়ার অবস্থা দেখে রীতিমতো স্তম্ভিত। এভাবে ইতিহাস নষ্ট করা মেনে নেওয়া যায় না। অন্যদিকে স্থানীয় মানুষরাও জানিয়েছেন, রাস্তা তৈরির সময় মাটি খুঁড়তে গিয়ে বেশ কিছু প্রাচীন নমুনা পাওয়া গিয়েছে। কিন্তু সেসব নিয়ে গবেষণা হয়নি কিছুই।

কায়রো শহরের এই হাইওয়ে তৈরি হচ্ছে যে এলাকাকে ঘিরে, সেখানেই ছিল প্রাচীন আইরি-হোরস সাম্রাজ্যের রাজধানী মেমফিস। আজও যার ইতিহাস অনেকটাই অজানা। এই নিয়ে গবেষণাও খুব বেশিদিন চলছে না। খুব অল্প মন্দির এবং স্থাপত্যের নমুনাই এখনও অবধি পাওয়া গিয়েছে। কিন্তু তাতেই যেটুকু হায়রোগ্লিফিক লিপির নমুনা পাওয়া গিয়েছে, তাতে আরও অনেক কিছুই খুঁজে পাওয়া যাবে বলে মনে করছেন গবেষকরা। যদিও এই হাইওয়ে তৈরি হওয়ার পর আর কতদূর খননকার্য চালানো যাবে, সে বিষয়েও সংশয় থেকেই যায়।

আরও পড়ুন
পিরামিডে নয়, লুকিয়ে ছিল কুয়োর মধ্যে; মিশরে উদ্ধার ২৫০০ বছরের পুরনো কফিন

হাইওয়ে তৈরি হলে হয়তো অনেক পর্যটকেরই সুবিধা হবে বা পর্যটকের ভিড় বাড়বে। এর ফলে বেশ কিছুটা আর্থিক সংস্থানও হবে নিশ্চই। কিন্তু তার ফলে ইতিহাসের যে ক্ষতি হবে, তা কি পূরণ করা যাবে আদৌ? ইতিহাস কি শুধুই মুনাফা অর্জনের একটা উপায়? এই প্রশ্ন থেকেই যায়।

আরও পড়ুন
কলম্বাসের বহু আগে, ১২৯২ খ্রিস্টপূর্বাব্দেই আমেরিকা আবিষ্কার করেছিলেন মিশরীয়রা

Powered by Froala Editor

আরও পড়ুন
মিশরের প্রাচীন হায়ারোগ্লিফিক লিপির ট্রান্সলেটর আনতে চলেছে গুগল