দিল্লি, কামদুনি, উন্নাও, কাঠুয়া। সাম্প্রতিক সময়ে হায়দ্রাবাদ। ভারতে ক্রমশ বেড়ে চলেছে ধর্ষণ এবং খুনের ঘটনা। ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’-এর দেশে মেয়েরা যে একদমই সুরক্ষিত নয়, আন্তর্জাতিক ও জাতীয় পরিসংখ্যানই তার প্রমাণ। এই ঘটনাক্রমের মধ্যেই উল্লেখযোগ্য পদক্ষেপ নিল পাঞ্জাব প্রশাসন।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং সম্প্রতি ঘোষণা করেছেন, তাঁরা পাঞ্জাব-সহ গোটা দেশে মেয়েদের নিরাপত্তা নিয়ে চিন্তিত। তাই পাঞ্জাবে, রাত ৯টা থেকে সকাল ৬টা এই সময় মেয়েরা যাতে সুরক্ষিতভাবে বাড়ি পৌঁছতে পারে, সেই ব্যবস্থা নিতে চলেছে পাঞ্জাব পুলিশ। তাঁরাই দায়িত্ব নিয়ে বিনামূল্যে এই নির্দিষ্ট সময় মেয়েদের বাড়ি পৌঁছে দেবে।
এর আগে লুধিয়ানা পুলিশও এই ব্যবস্থা নিয়েছিল। এখন গোটা পাঞ্জাবে এই ব্যবস্থা ছড়িয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর জন্য তিনটে টোল-ফ্রি নাম্বার ঠিক করা হয়েছে— ১০০, ১১২, ১৮১। মুখ্যমন্ত্রী আরও বলেছেন, মেয়েদের বাড়ি পৌঁছে দেওয়ার সময় অন্তত একজন মহিলা পুলিশ অফিসারকে উপস্থিত থাকতে হবে।