লকডাউনে অনেক ব্যবসায়ীই ক্ষতিগ্রস্ত হয়েছেন ভয়ঙ্কর রকম। বন্ধ হয়েছে অধিকাংশ নির্মাণ কাজই। তেমনই বন্ধ হয়েছে ইন্টেরিয়ারের কাজও। মার্চ মাস থেকেই উপার্জন বন্ধ হয়েছে জিরাকপুরের বাসিন্দা ধানি রাম সাগগুর। ইন্টেরিয়ার এবং কাঠের আসবাবপত্রের দোকানে এখনও কার্যত তালা। তবে হাত গুটিয়ে কি বসে থাকা যায়? লকডাউনেই নতুন সৃষ্টি করে রীতিমত সাড়া ফেলে দিলেন তিনি।
‘নূর ইন্টেরিয়ার’-এর কর্মকর্তা সাগগু বাড়িতে বসেই তৈরি করে ফেললেন সাইকেল। তবে আমাদের পরিচিত সাইকেলের থেকে এই সাইকেলের গঠন একেবারেই অন্যরকম। তিনি এই সাইকেলের পরিকাঠামো তৈরি করেছেন কেবলমাত্র কাঠ দিয়েই।
ধানি রামবাবু জানান, বাড়িতে বসে থাকতে থাকতেই অবসর সময়কে কাজে লাগাতে নিছকই এই সাইকেল বানানোয় হাত লাগিয়েছিলেন তিনি। বাড়িতে পড়ে থাকা কাঠ এবং অন্যান্য সরঞ্জাম দিয়েই তার গঠন তৈরি করেন প্রথমে। তারপর পুরনো সাইকেলের চাকা, হ্যান্ডেল, প্যাডেল এবং চেন সেখানে জুড়তেই তৈরি হয়ে যায় বায়ো-সাইকেল। আর এই পুরো কাজটা তিনি সম্পূর্ণ করেন মাত্র এক মাসের মধ্যেই।
ধানি রামবাবু জানান, ওয়াটারপ্রুফ কোটিং দেওয়ার ফলে বর্ষাকালেও এই সাইকেল চালাতে অসুবিধা হবে না। দামও থাকবে ১৫ হাজারের মধ্যেই। পাশাপাশিই ক্রেতার চাহিদার ওপর ভিত্তি করে পছন্দের ডিজাইনও পাওয়া যাবে বলে জানান তিনি।
আরও পড়ুন
লকডাউনে কাজ হারিয়েছেন দেশের ১.৮ কোটি স্থায়ী চাকরিজীবী, জানাচ্ছে সমীক্ষা
সাগগুর এই নতুন সৃষ্টির কথা প্রকাশ্যে আসতেই হিরো সাইকেলের ম্যানেজিং ডিরেক্টর পঙ্কজ মুনজাল তাঁকে অভিনন্দন জানান। চেন্নাইয়ের একটি সংস্থাও তাঁর সঙ্গে যোগাযোগ করে ব্যবসায়িকভাবে গাঁটছড়া বাঁধার জন্য। অর্ডার এসেছে দক্ষিণ আফ্রিকা এবং কানাডা থেকেও। এক কথায় রীতিমত ‘হিট’ তাঁর এই উদ্ভাবনী। লকডাউনে গণপরিবহন এড়াতে অনেকেই সাইকেলের ব্যবহার শুরু করেছেন নতুন করে। এই সময়ে দাঁড়িয়ে এমন অভিনব সাইকেলের চাহিদা যে তুঙ্গে, তা বলাই বাহুল্য...
আরও পড়ুন
লকডাউনে বন্ধ খেলা, নেই রোজগারও; অভাবে ধুঁকছেন নদীয়ার বিশ্বজয়ী যুবক
Powered by Froala Editor
আরও পড়ুন
লকডাউনে একধাক্কায় রেকর্ড বৃদ্ধি শিশুশ্রমে, গত ২০ বছরে এই প্রথম