প্রধানমন্ত্রীর জনসভা, কাটা হল একাধিক পূর্ণবয়স্ক গাছ
বিশ্ব উষ্ণায়নের যুগে দাঁড়িয়ে পরিবেশ সচেতনতায় মৌন অধিকাংশই। এরই মধ্যে উঠে এল পরিবেশ নিধনের আরেকটি খবর, যার সঙ্গে পরোক্ষে জড়িত দেশের প্রধানমন্ত্রীও। দিনকয়েক আগেই পুনের পরশুরাম কলেজের মাঠে নির্বিচারে গাছ কাটা হয়েছে। তাতেই রাতারাতি বদলে গেছে জিম গ্রাউন্ডের মানচিত্র। ১০টি বড় সুবাবুল গাছ কেটে ফেলা হয় সেখানে। পুনেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভার কারণেই এই বৃক্ষচ্ছেদন, দাবি বিরোধী মহলের।
গতকাল পুনেয় আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচারে যান নরেন্দ্র মোদী। সেই উপলক্ষেই, কয়েকদিন আগে পরশুরাম কলেজের মাঠে জনসভার আগে পুনের মিউনিসিপ্যাল করপোরেশন গাছ কাটার জন্য সবুজ সংকেত দেয়।
যদিও কর্তৃপক্ষ এই ঘটনা অস্বীকার করেছে। তাদের বক্তব্য, গ্রাউন্ড ব্যবহারের সময় ছাত্ররা আহত হতে পারে। তাই তাদের সুরক্ষার কথা মাথায় রেখেই গাছগুলি কাটা হয়েছে। রুক্ষ আবহাওয়ার জন্য গাছগুলি বিপজ্জনক। তাই সুরক্ষার জন্য গাছগুলির ৩ মিটার কেটে দেওয়া হয়েছে। এর প্রমাণ হিসেবে বলা হয়েছে গত সপ্তাহে একটি কলা গাছ পড়ে গিয়ে একজন আহত হয়েছিলেন। তার পুনরাবৃত্তি এড়াতেই এই ব্যবস্থা।
এই যুক্তি অবশ্য ধোপে টিকছে না। পরিবেশের এই সংকটজনক পরিস্থিতিতে, প্রধানমন্ত্রীর জনসভার ঠিক আগেই গাছগুলি কেটে ফেলা যে একটি দেশের সচেতনতার অভাবকেই প্রমাণিত করে, তা বলার অপেক্ষা রাখে না। পরিবেশের থেকে যখনে ব্যক্তি বড় হয়ে ওঠেন, এই পরিণতিই দেখা দেয়।
কিছুদিন আগেই মুম্বাই এর অ্যারে কলোনিতে গাছ কাটা নিয়ে পথে নেমেছিলেন পরিবেশবিদরা। মহারাষ্ট্রেই এই ঘটনার পুনরাবৃত্তি আবার প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়ে দিল সরকারকে। সুরাহা হবে কি কোনোদিন?
ছবি - প্রতীকী