মুম্বাইকে ছাপিয়ে, দেশের নতুন কোভিড-কেন্দ্র এখন পুনে

করোনা ভাইরাসের সংক্রমণে দীর্ঘদিন ধরেই দেশের শীর্ষস্থানে মহারাষ্ট্র। এই একটি রাজ্যে করোনা সংক্রমণের সংখ্যা দক্ষিণ আফ্রিকার মোট সংক্রমণকেও ছাড়িয়ে গিয়েছে। প্রসঙ্গত, করোনা সংক্রমণের নিরিখে পৃথিবীর মধ্যে পঞ্চম স্থানে আছে দক্ষিণ আফ্রিকা। আর তার মধ্যে মুম্বাই শহরকে কেন্দ্র করেই সংক্রমণের খবর পাওয়া গিয়েছে বেশি। তবে সম্প্রতি পরিসংখ্যান বদলে গিয়েছে। মুম্বাইকে পিছনে ফেলে এগিয়ে এসেছে পুনে শহর। মহারাষ্ট্রের সাংস্কৃতিক রাজধানী নামে পরিচিত পুনে প্রশাসনিক দিক থেকে অনেক বেশি নিরাপদ। সেখানে লকডাউনের নিয়মও অত্যন্ত সতর্কতার সঙ্গেই মেনে চলা হচ্ছে বলে জানানো হয়েছিল। কিন্তু তার পরেও ভাইরাসের সংক্রমণ ঠেকিয়ে রাখা গেল না। গত রবিবারেই মুম্বাইকে পিছনে ফেলে এগিয়ে যায় পুনে।

রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, পুনে জেলায় মোট করোনা সংক্রমণের সংখ্যা ১ লক্ষ ৩০ হাজার। যেখানে মুম্বাই জেলায় করোনা ছড়িয়েছে ১ লক্ষ ২৮ হাজার ৭২৬ জনের মধ্যে। এমনকি পুণে জেলার অ্যাকটিভ করোনা কেসের সংখ্যাও অবাক করে। রবিবারের তথ্য অনুযায়ী মুম্বাই জেলায় যেখানে মোট ১৭,৮২৫ জন মানুষ চিকিৎসাধীন অথবা কোয়ারেন্টাইনে বন্দি ছিলেন, সেখানে পুনে জেলায় সংখ্যাটা ৪১ হাজারের বেশি। যদিও এখনও অবধি পুনে জেলায় কোভিড আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাটা এখনও নিয়ন্ত্রণের মধ্যেই। কিন্তু ক্রমশ মৃতের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আশঙ্কার মেঘ জমা হয়েছে।

তবে পুনের সাম্প্রতিক পরিসংখ্যান প্রশাসনের কাছে রীতিমতো আশঙ্কার কারণ হয়ে উঠেছে। সেখানে মোট জনসংখ্যা মুম্বাইয়ের প্রায় এক তৃতীয়াংশ। তার মধ্যে বসতিও তেমন ঘন নয়। তাহলে করোনা মোকাবিলায় কোথাও কি কোনো ত্রুটি থেকে যাচ্ছে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আলোচনা শুরু হয়েছে প্রশাসনিক মহলে।

Powered by Froala Editor

আরও পড়ুন
কোভিডের থেকেও ১০-গুণ ছোঁয়াচে, মালয়েশিয়ায় মিলল করোনা ভাইরাসের নয়া প্রজাতি

Latest News See More