মহালয়ার ৩৫ দিন পরে শুরু হবে পুজো, নতুন নিয়ম ২০২০-তে

মহালয়া। বাঙালির উৎসবের সূচনার সময়। মহালয়ার শারদপ্রাতে গোটা বাংলা যেন জেগে ওঠে নতুনভাবে। দেবীপক্ষের হাত ধরে একপ্রকার পুজো যেন শুরুই হয়ে যায় সেদিন থেকে। রেডিও-য় মহিষাসুরমর্দিনী আর বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠ পুজোরই আগমনী। তর সয় না আর। দেখতে দেখতে চলে আসে ষষ্ঠী। বাঙালির অন্যতম শ্রেষ্ঠ উৎসবের শুরুয়াৎ।

কিন্তু এই চিরাচরিত অভ্যাসই বদলে যাচ্ছে ২০২০ সালে। হ্যাঁ, অবাক লাগলেও, এটাই সত্যি। আগামী বছর মহালয়ার ৩৫ দিন পর শুরু হবে পুজো। পঞ্জিকা মতে, সামনের বছর দুটি অমাবস্যা পড়ায় আশ্বিন মাসকে মল মাস ধরা হয়েছে। সেই জন্য এই মাসে পুজো হবে না। তার জন্য পরের মাসে সেই পুজো পিছিয়ে গেছে। ২০২০-তে ১৭ সেপ্টেম্বর পড়েছে মহালয়া। তার ৩৫ দিন পর হবে মহাষষ্ঠী, শুরু হবে পুজো। অর্থাৎ, পরের বছর অপেক্ষার প্রহরটা যে ভালই বাড়ল, সেটা বলাই যায়।

Latest News See More