ক্ষুধার্তদের কথা ভেবে স্টেশনে ফ্রিজে রাখা থাকবে অতিরিক্ত খাবার

এদিকে ওদিকে ছড়িয়ে থাকে ফলের খোসা, জলের বোতল, ফেলে দেওয়া খাবার। নিয়মিত পরিষ্কার হলেও অবস্থা যে-কে-সেই থেকে যায়। কখনও সেই জমা জিনিস পচে গিয়ে দুর্গন্ধ ছড়ায়, কখনও সেই ফেলে দেওয়া জিনিস নিয়ে চলে কুকুরদের ঝগড়া।

স্টেশন চত্বর এবং তার সংলগ্ন অঞ্চলে এই সমস্যা প্রায় অভ্যাসে পরিণত হয়ে গেছে। দীর্ঘদিন ধরে নিত্যযাত্রীদের অভিযোগ এই বিষয়টি নিয়ে। সাম্প্রতিক কালে রেল সংক্রান্ত নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল কর্তৃপক্ষ। এবার সেই জঞ্জাল সাফাই বিষয় নিয়েও নতুন ব্যবস্থা নিতে চলেছেন তাঁরা। তারই প্রাথমিক পদক্ষেপ হিসেবে রেলমন্ত্রী পীযুষ গোয়েল কয়েকদিন আগে কর্ণাটকের কিছু স্টেশনে পাবলিক ফ্রিজের ব্যবস্থার উদ্বোধন করেন। যদি কোনও যাত্রীর খাবার বেঁচে যায়, তবে সেই যাত্রী এই ফ্রিজে সেই বেঁচে যাওয়া খাবার রাখতে পারবেন। প্রায় ছয়-ফুট লম্বা এই ফ্রিজে যেমন রান্না করা খাবার রাখা যাবে, তেমনই রাখা যাবে ফল, সবজিও। এর ফলে যে সমস্ত মানুষরা খাবার পাচ্ছেন না, তাদের কাছে সেই খাবার পৌঁছে দেওয়া সম্ভব হবে। এখন কর্ণাটকে চালু হলেও, পরে সারা ভারতে এই ফ্রিজের ব্যবস্থা করা হবে জানানো হচ্ছে।

Latest News See More