কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদ অস্ট্রেলিয়ায়, প্রতিবাদীদের গ্রেফতার-জরিমানা পুলিশের

আমেরিকা ছাড়িয়ে বর্ণবিদ্বেষ আন্দোলন ছড়িয়ে পড়েছে বিশ্বের অন্যান্য জায়গাতেও। ইউরোপ থেকে অস্ট্রেলিয়া, সব জায়গায় প্রতিবাদে রাস্তায় নেমেছেন মানুষ। আর এমন প্রতিবাদ করার ‘অপরাধেই’ আন্দোলনকারীদের গ্রেফতার করা হল! সম্প্রতি অস্ট্রেলিয়ায় ঘটে যাওয়া এমন ঘটনায় হতবাক সমগ্র বিশ্ব।

‘ব্ল্যাক লাইভস ম্যাটার’— সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ থেকে শুরু করে রাস্তায় আন্দোলন, সব জায়গায় এটাই এখন মুখ্য মন্ত্র হয়ে উঠেছে। জর্জ ফ্লয়েডের মৃত্যু আমাদের ভেতরের বর্ণবিদ্বেষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। শুধু মিনিপোলিসেই আটকে থাকেনি সেই আন্দোলন; দেশের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছে জার্মানি, ইংল্যান্ড, ফ্রান্স-সহ নানা দেশে। ঢেউ এসেছিল অস্ট্রেলিয়াতেও। এখানেও আন্দোলন চলছিল; রাস্তায় নেমে মিছিল করছিলেন সাধারণ মানুষরা। এবার সেই মিছিলে অংশগ্রহণকারীদেরই গ্রেফতার করল অস্ট্রেলিয়ার পুলিশ। মেলবোর্ন, পারথ-সহ বেশ কিছু জায়গায় পুলিশরা প্রতিবাদীদের গ্রেফতার করেছে। শুধু গ্রেফতারই নয়, তাঁদের প্রত্যেককে এক হাজার ডলার করে জরিমানাও দিতে হবে! এমন ঘটনায় তাজ্জব গোটা বিশ্ব!

তবে অস্ট্রেলিয়ার পুলিশের দাবি, স্বাস্থ্যবিধি বজায় রাখার জন্যই এই কাজ করেছেন তাঁরা। এমনিতে করোনার গ্রাস থেকে এখনও রক্ষা পায়নি পৃথিবী। মিছিল হলে বিশাল সংখ্যক মানুষ জমায়েত হবেন, ফলে করোনা ছড়াবে। তাঁদের এও দাবি, ইতিমধ্যেই নাকি মিছিলে অংশগ্রহণকারী কয়েকজনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। সেইজন্যই এদের গ্রেফতার করা হচ্ছে। যুক্তি, পাল্টা যুক্তির মধ্যে দিয়েই কাটাচ্ছেন প্রতিবাদীরা। তবে আন্দোলন যে থামবে না, সেই কথাটাও বারবার ঘোষণা করেছেন তাঁরা।  

Powered by Froala Editor

আরও পড়ুন
কালো চামড়ার মানুষদের রঙে ব্যান্ডেজ, প্রশংসনীয় উদ্যোগ ব্যান্ড-এইড কম্পানির

Latest News See More