প্লাস্টিকের বোতল থেকেই কৃত্রিম অঙ্গ

পুনর্ব্যবহৃত প্লাস্টিকের বোতল দিয়ে কৃত্রিম অঙ্গ তৈরি করেছেন বিজ্ঞানীরা। শুধু তাই নয়, রোগীর দেহে তার সফল প্রতিস্থাপনও সম্ভব হল। সম্ভবত এটিই বিশ্বের প্রথম প্লাস্টিক বোতল দিয়ে তৈরি কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন।

লেইচেস্টার ইউনিভার্সিটির ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সাইন্সের এসোসিয়েটেড ডিরেক্টর ড: ক্যান্ডানের কথায়, তিনি প্লাস্টিক বোতল থেকে পাওয়া পলিয়েস্টার সুতো ব্যবহার করে কৃত্রিম অঙ্গের একটি প্রোটোটাইপ তৈরি করেছেন।

প্লাস্টিক বোতল যেখানে পরিবেশ দূষণের প্রধান কারণ, সেই পরিস্থিতিতে এই পদক্ষেপ সত্যিই প্রশংসনীয়। ডক্টর ক্যান্ডান জানিয়েছেন, এটি খুব একটা ব্যয়বহুল নয়। এছাড়া হালকা হওয়ায় রোগীদের চলাফেরাতেও সুবিধা হবে।

বর্তমানে বিশ্বে প্রায় ১০০ মিলিয়ন মানুষ কৃত্রিম অঙ্গ ব্যবহার করেন। অধিকাংশই পথ দুর্ঘটনায় অঙ্গ হারিয়েছেন, কেউ বা হারিয়েছেন মধুমেহ রোগে। কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনের একটি পরিবেশবান্ধব উপায় পাওয়া গেল অবশেষে। ভবিষ্যতে এর ব্যবহার কতটা নিশ্চিন্ত করে সবাইকে, সেটাই এখন দেখার।

Latest News See More