নারকেল পাতা দিয়ে স্ট্র তৈরি করে চমক ব্যাঙ্গালোরের অধ্যাপকের

একটি সমীক্ষার রিপোর্টে দেখা গিয়েছিল, ভারতে প্রতি বছর অন্তত ২৫ হাজার টন প্লাস্টিক ফেলে দেওয়া হয়। আর তার মধ্যে মাত্র ৯ শতাংশ প্লাস্টিক পুনর্ব্যবহার করা যায়। অধিকাংশই জমে থাকে এবং প্রকৃতির ব্যাপক ক্ষতি সাধন করে। শুধু আমাদের দেশ নয়, এই মুহূর্তে সারা পৃথিবীর সামনে সবচেয়ে বড়ো সংকট প্লাস্টিক সমস্যা। কিন্তু এর হাত থেকে মুক্তির কি আদৌ কোনো উপায় আছে?

প্লাস্টিকের বিকল খুঁজতে সারা পৃথিবীতেই চলছে গবেষণা। আর সেই কাজে এক বিরল নজির স্থাপন করেছেন ব্যাঙ্গালোরের একজন ইংরাজি সাহিত্যের অধ্যাপক। ৫১ বছর বয়সের সাজি বর্গী ক্রাইস্ট কলেজে অধ্যাপনা করেন। তবে সাহিত্যের পাশাপাশি বরাবর তাঁকে আকর্ষণ করেছে প্রকৃতি। আর সেই সূত্রেই তিনি খুঁজে পেলেন এক অদ্ভুত সমাধান। রোজকার কোল্ড ড্রিংক্স বা অন্যান্য পানীয়ের জন্য ব্যবহৃত প্লাস্টিকের স্ট্র-এর পরিবর্তে তৈরি করেছেন সম্পূর্ণ প্রাকৃতিক স্ট্র। আর তার উপাদান সম্পূর্ণ নারকেল পাতা দিয়ে তৈরি।

একসময় আমাদের রোজকার ব্যবহারের নানা উপাদান তৈরি হত নারকেল পাতা থেকেই। কিন্তু সেই পাতা দিয়ে স্ট্র তৈরির পরিকল্পনা আগে কেউ করেননি। তবে কলেজ ক্যাম্পাস চত্বরে পড়ে থাকা নারকেল পাতা দেখে ২০১৭ সালে এই অভিনব পরিকল্পনাটি মাথায় আসে অধ্যাপক সাজির। আর তারপর নারকেল পাতা এবং সেই পাতা থেকে নিঃসৃত মোমের মতো পদার্থ দিয়েই বানিয়ে ফেললেন স্ট্র। ২০১৮ সালে তাঁর এই আবিষ্কারের জন্য পেটেন্টও নিয়েছেন। আর তারপর থেকেই বিশ্বের নানা প্রান্ত থেকে বায়না আসতে থাকে।

সম্প্রতি অধ্যাপক জানিয়েছেন, তাঁর তৈরি এই 'সানবার্ড স্ট্র' এতটাই জনপ্রিয় হয়েছে যে, পৃথিবীর ১০টি দেশ থেকে ২ কোটির বেশি অর্ডার পেয়েছেন তিনি। আর এর মধ্যে আছে জেডব্লিউ-ম্যারিয়টের মতো আন্তর্জাতিক সংস্থাও। প্লাস্টিকের বিকল্প আর শুধু পরীক্ষাগারের গবেষণার মধ্যেই আটকে রাখলে চলবে না। তাকে নিয়ে আসতে হবে বাস্তব জীবনে। তবে আরও নতুন নতুন গবেষনারও প্রয়োজন আছে। আর সেই উদ্দেশ্যেই কলেজের পড়ুয়াদের নিয়ে একটি দল তৈরি করেছেন অধ্যাপক সাজি। তিনি বিশ্বাস করেন, সেই দিন আর খুব দূরে নয়, যখন আমরা প্লাস্টিক সামগ্রীকে পুরোপুরি না বলতে পারব।

আরও পড়ুন
বাঁশ দিয়েই তৈরি হাসপাতালের বিছানা, পরিকল্পনা গুয়াহাটি আইআইটির পড়ুয়াদের

Powered by Froala Editor

আরও পড়ুন
প্লাস্টিকে নিষেধাজ্ঞা, পরিবেশবান্ধব বাঁশের বোতলের ব্যবহার শুরু সিকিমে