বৈভব ছেড়ে আদিবাসীদের সঙ্গেই বাঁচছেন অধ্যাপক অলোক সাগর

একটা সময় পড়িয়েছেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজনকে। তিনি নিজেও যথেষ্ট জ্ঞানী এবং শিক্ষিত। তা সত্ত্বেও একজন নিতান্ত সাধারণ মানুষের মতো বাস করছেন তিনি। বাস করছেন আদিবাসীদের সঙ্গে, তাঁদের সঙ্গে, তাঁদের হয়ে কাজ করছেন। তিনি, অলোক সাগর।

আইআইটি দিল্লি থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে হস্টন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং পিএইচডি পাশ করেন অলোক। পরবর্তীকালে নিজেরই প্রাক্তন কলেজ দিল্লি আইআইটি-তে শিক্ষকতার কাজে যুক্ত হন, তখন পান রঘুরাম রাজনের মতো কৃতি ছাত্রদের। কিন্তু সেই সবকিছু ছেড়ে অলোক সাগর চলে আসেন মধ্যপ্রদেশের বেটুল এবং হোসাঙ্গাবাদ জেলায়। সেখান থেকেই তিনি শুরু করেন আদিবাসীদের উন্নয়নের কাজ। এখন তিনি কোচামু গ্রামে থাকেন। ২৬ বছর ধরে তিনি রয়েছেন এই গ্রামে, যেখানে রাস্তা, বিদ্যুৎ, বিদ্যালয়— সবকিছুরই অভাব। ভারতের এই গ্রামগুলোর সার্বিক উন্নয়নের কথাই শোনা যায় অলোক সাগরের মুখে। তাঁর মতে, এই গ্রামগুলি যদি উন্নয়নের ছোঁয়া না পায়, তবে ভারত এগোবে না। মাত্র তিনটে কুর্তি আর একটা সাইকেলকে সম্বল করে তিনি কাটিয়ে দিচ্ছেন। এখনও অবধি কোচামু গ্রামে ৫০ হাজারেরও বেশি গাছ লাগিয়েছেন তিনি। এভাবেই ছোট ছোট কাজের মাধ্যমে আদিবাসীদের উন্নতির কথা ভেবে যান তিনি। শুধু নিজে নন, চারপাশের মানুষগুলোকেও এভাবে ভাবাতে শেখান রঘুরাম রাজনের শিক্ষক।

Latest News See More