দেশের বেশ কিছু রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণের সিদ্ধান্ত নিয়েছিল বর্তমান কেন্দ্রীয় সরকার। তারই অংশ হিসেবে ভারত পেট্রোলিয়ামকে বিশ্বের তেলের বাজারে বিক্রির পরিকল্পনার কথা ভাবা হচ্ছে বলে জানা যাচ্ছে।
এই মুহূর্তে ভারতের অর্থনীতি ধুঁকছে। শুধু খাদ্যদ্রব্য নয়, অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামও বাড়ছে। সেই সঙ্গে বিক্রিও কমছে। গাড়িশিল্প ক্রমশ মন্দার দিকে। এই অবস্থায় দাঁড়িয়ে, অর্থনীতিকে ‘চাঙ্গা’ করতে বেসরকারিকরণকেই পাখির চোখ করছে কেন্দ্র। ভারত পেট্রোলিয়াম দেশের দ্বিতীয় বৃহত্তম রিফাইনারি সংস্থা। একটি বহুল প্রচলিত সংবাদপত্রের খবর অনুযায়ী, ভারত পেট্রোলিয়ামের একটা বিশাল শেয়ার বিক্রি করে দিতে পারে সরকার। যদি এটা কার্যকরী হয়, তবে তা প্রধানমন্ত্রীর ১.০৫ ট্রিলিয়ন টাকার ‘স্বপ্ন’ ছোঁয়ার দিকেই একটা ধাপ বলে মনে করছেন অর্থনীতিবিদরা। কিন্তু এত কিছু করেও অর্থনীতির হাল কি ফিরবে? আর শুধুমাত্র বেসরকারিকরণ আর শেয়ার বিক্রিই কি একমাত্র উপায় এই মুহূর্তে? প্রশ্ন যে থেকে যাচ্ছে অনেক। উত্তর নেই!