একদিকে করোনার জেরে লকডাউন, অন্যদিকে আমফান-সহ অন্যান্য দুর্যোগ। তারই মধ্যে হেঁটে যাচ্ছেন দেশের পরিযায়ী শ্রমিকরা। বহুদিন ধরেই এমন ছবি ভেসে আসছে আমাদের সামনে। নানা মর্মান্তিক ঘটনারও সাক্ষী থাকছে ভারত। সম্প্রতি ঘটল এরকম আরেকটি ঘটনা। হেঁটে হেঁটে গ্রামে ফেরার সময়ই প্রসব করলেন পরিযায়ী শ্রমিকের স্ত্রী। আর কিছুক্ষণের মধ্যেই মারা গেল তাঁর সদ্যোজাত সন্তান।
ঘটনাটি ঘটেছে হরিয়ানার আম্বালায়। বিহারের যতীন রাম ও তাঁর স্ত্রী বিন্দিয়া কাজের সূত্রে পাঞ্জাবে ছিলেন। লকডাউনের জেরে কাজ টাজ বন্ধ হয়ে গেলে রাস্তায় নেমে এসেছিল পরিযায়ী শ্রমিকরা। যা আছে, তা-ই নিয়ে বাড়ি ফিরতে হবে। সেই দলে বেরিয়ে পড়েছিলেন যতীন ও বিন্দিয়াও। স্ত্রী অন্তঃসত্ত্বা; কিন্তু কিছু যে করার নেই। বিহারে গ্রামের বাড়িতে যদি পৌঁছনো যায়…
আম্বালায় পৌঁছনোর পর রাস্তাতেই প্রসব বেদনা শুরু হয় বিন্দিয়ার। পুলিশের সহায়তায় কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই কন্যাসন্তানের জন্ম দেন তিনি। কিন্তু মা-ও ঠিকঠাক খাবার পায়নি এতদিন, তার ওপর যত্ন নেওয়ারও সামর্থ নেই। জন্মের কিছুক্ষণ পরেই মারা গেল সদ্যোজাত কন্যাসন্তানটি। প্রসঙ্গত, এটি তাঁদের প্রথম সন্তান ছিল।
এরপর তাঁদের ঠিকঠাক খাবার দেওয়া হয়। একটি এনজিও’র তরফ থেকে স্পেশ্যাল ট্রেনে বাড়ি ফেরারও বন্দোবস্ত করে দেওয়া হয়। শুধু দুঃখ একটাই; প্রথম সন্তানটি বাঁচল না যতীন-বিন্দিয়ার। সেই দুঃখ নিয়েই বিহারের দিকে আবার যাত্রা শুরু হল তাঁদের…