মাত্র কয়েকদিন আগেই প্রথম ভারতীয় হিসেবে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ জিতেছেন পিভি সিন্ধু। এরই মধ্যে আরও একজন ব্যাডমিন্টনেই দুটি সোনা জিতলেন। কিন্তু সিন্ধুর ঝড়ে খানিক ঢাকাই পড়ে গেলেন তিনি। প্রমোদ ভগত। ভারতের প্যারা ব্যাডমিন্টনের অন্যতম সেরা খেলোয়াড়।
সুইজারল্যান্ডের বাসেলে আয়োজিত প্যারা ব্যাডমিন্টনের বিশ্ব চ্যাম্পিয়নশিপে ডাবল এবং সিঙ্গল দুটি ক্ষেত্রেই পদক জিতেছেন প্রমোদ। সিঙ্গলসে ইংল্যান্ডের ড্যানিয়েল বেথেলকে ৬-২১, ২১-১৪, ২১-৫-এ হারান। ওড়িশায় জন্ম প্রমোদ একদম ছোটবেলা থেকেই পোলিও আক্রান্ত। তাঁর পা অত্যন্ত দুর্বল। তা সত্ত্বেও লড়াই ছাড়েননি তিনি। তারই স্বীকৃতি স্বরূপ একটার পর একটা শিখর ছুঁয়েছেন তিনি। বিশ্বের এক নম্বর এই ব্যাডমিন্টন খেলোয়াড় খুব সম্প্রতি অর্জুন পুরস্কারও পেয়েছেন। সিন্ধুর অভাবনীয় কৃতিত্বের পাশাপাশি, আসুন আমরা প্রমোদ ভগতদেরও উদযাপন করি।