নোবেল পুরস্কার পেয়ে বাঙালি তথা ভারতীয়দের মনে যে খুশির ছোঁয়া দিয়েছেন অভিজিৎ বিনায়ক বন্দোপাধ্যায়, তার দুদিন আগেই নিঃশব্দে ভারতের মুকুটে যেন নতুন পালক যুক্ত করল রমেশবাবু প্রজ্ঞানন্দ। তবে অর্থনীতিতে নয়। মুম্বাইয়ে আয়োজিত বিশ্ব যুব দাবা প্রতিযোগিতায় সোনা জিতল ১৪ বছরের প্রজ্ঞানন্দ।
অনূর্ধ্ব ১৮ ওপেন ক্যাটাগরিতে এই পদক জেতে চেন্নাই নিবাসী প্রজ্ঞানন্দ। একাদশ ও শেষ রাউন্ডে ভ্যালেন্টিন বিউকেলের(জার্মানি) বিরুদ্ধে ড্র করে নয় পয়েন্ট পেয়ে শীর্ষস্থানে উঠে আসে সে।
শুধুই স্বর্ণপদকই নয়, এবার দাবায় ৩টি রৌপ্য ও ব্রোঞ্জ পদকও জিতেছে ভারত। অনূর্ধ্ব ১৪ মহিলা দাবাতেও রৌপ্য ও ব্রোঞ্জ পদক পেয়েছে দিব্যা দেশমুখ ও রক্ষিতা রবি।
ভারতের হয়ে ছোটদের এই পদকপ্রাপ্তি খুব বেশি উঠে আসেনি প্রচারে। কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায়-অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের আবর্তে, নিঃশব্দে প্রজ্ঞানন্দের এই পদকপ্রাপ্তি নতুন ইতিহাস তৈরি করল ভারতের দাবার ঐতিহ্যে।