ভারতের প্রধান ভাষাগুলির প্রায় প্রত্যেকটিতেই কমবেশি মেইনস্ট্রিম সিনেমা তৈরি হয়। কিন্তু অপেক্ষাকৃত সীমাবদ্ধ কিছু আঞ্চলিক ভাষা সেই কৃতিত্ব এখনও অর্জন করতে পারেনি পুরোপুরি। এই অসমতা রয়েছে সর্বত্রই। এর সম্মুখীন হয়েও, খাসি ভাষায় সিনেমা তৈরি করে আন্তর্জাতিক পুরস্কার জিতে নিয়েছেন মেঘালয়ের প্রদীপ কুরবাহ।
গত ৫ অক্টোবর কোরিয়ার সুপরিচিত বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে তাঁর ছবি ‘লেউডুহ’ প্রথমবারের জন্য দেখানো হয়। বহু প্রশংসার পাশাপাশি মর্যাদাপূর্ণ কিম জি-সেওক পুরস্কারের জন্যও মনোনীত হয় সিনেমাটি। অবশেষে, ২৪ তম এবারের বুসান ফিল্ম ফেস্টিভ্যালে প্রথম ভারতীয় সিনেমা হিসেবে পুরস্কারটি জিতে নিল ‘লেউডুহ’।
ছোটবেলা থেকেই খাসি ভাষার সিনেমা বানানোর ইচ্ছে ছিল প্রদীপের। বড় হয়ে মুম্বাই গিয়ে কিছু কাজ করে আবার ফিরে আসেন নিজের জায়গাতেই। শিলং-এর সবচেয়ে বড় এবং পুরানো বাজার লেউডুহ-এর ওপরে সিনেমা তৈরি করেছেনপ্রদীপ। সেখানকার বিভিন্ন রকমের মানুষদের শান্তিপূর্ণ অবস্থান, আন্তরিকতা, একে অপরের প্রতি রক্তের সম্পর্ক ছাড়াও স্নেহ – এই বিষয়গুলিকেই সিনেমায় তুলে এনেছেন তিনি।
প্রদীপের এই পুরস্কারপ্রাপ্তি আঞ্চলিক ভাষায় তৈরি সিনেমার ভিত যে আরও শক্ত করবে, তা আশা করাই যায়।