শূন্যে ঝুলছে স্কুটার। তাও আবার পাওয়ার লাইনে। কিছুদিন আগে এমনই দৃশ্য দেখতে পাওয়া গেল চিনের লিশুই শহরের এক পাহাড়ি রাস্তায়। স্থানীয় মানুষ অবাক। অবাক প্রত্যক্ষদর্শীরা সকলেই। একটি লাইট পোস্টের টং-এ ঝুলছে স্কুটার! কীভাবে সম্ভব!
পুলিশ এসে ব্যাখ্যা করেন ঘটনাটি। ২১টি স্কুটারের ডেলিভার নিয়ে যাচ্ছিল একটি ট্রাক। তবে ট্রাক ড্রাইভার যথেষ্ট সুরক্ষা নেননি বলে ধরা পড়ার ভয়ে পাহাড়ি রাস্তায় নিয়ে যান তাঁর ট্রাক। এরফলে গোটা রাস্তায় মোট পাঁচটি স্কুটার পড়ে যায় তাঁর ট্রাক থেকে। মোট ১৫টি স্কুটার নিয়ে গন্তব্যে পৌঁছায় ট্রাকটি। এরপরই ঘটে এই অদ্ভুত ঘটনা। বাঁকের মুখে ঘোরার সময় ধারের দিকের আরও একটি স্কুটার ফেঁসে যায় পাওয়ার লাইনে। ট্রাক তার গতিতে বেরিয়ে যাওয়ায় স্কুটারটি পোস্ট থেকে ঝুলে পড়ে শূন্যে। প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে পড়ে সেটিকে মাটিতে নামানো হয়।
পুলিশের তরফে জানানো হয় এই স্কুটার নামানোর খরচা এবং পাওয়ার লাইনের ক্ষয়ক্ষতির খরচা বহন করতে হয়েছে ট্রাক ড্রাইভারকেই।