পরিবেশের মান বিচারে, ১৮০টি দেশের মধ্যে ১৭৭ নম্বরে ভারত

প্রচুর সতর্কতা, একাধিক অভিনব উদ্যোগ, সব রকম প্রচেষ্টা সত্ত্বেও ভারতের দূষণ যে সেই একই জায়গায়, তা আবার প্রমাণ হয়ে গেল। ইয়েল এবং কলম্বিয়া ইউনিভার্সিটি ও ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সহযোগে তৈরি এনভায়রনমেন্টাল পারফরম্যান্স ইনডেক্স-এর শেষ ৫টি দেশের মধ্যে ঠাঁই পেয়েছে ভারত।

পরিবেশ স্বাস্থ্য বা এনভারনমেন্টাল হেলথের তালিকায় ভারতের স্থান সবার নিচে। বাতাসের গুণমান বিচার করলে, ১৮০টি দেশের মধ্যে ১৭৮ র‍্যাঙ্ক। সব মিলিয়ে পরিবেশগত মানে ১৭৭ নম্বর স্থান জুটেছে ভারতের কপালে। জ্বালানি, কয়লা এবং মোটরযান থেকে নির্গত লক্ষ লক্ষ দূষিত পদার্থ ও ধোঁয়া ভারতের বাতাসের গুণমানকে তলানিতে পৌঁছে দিচ্ছে ক্রমশ। বাতাসে পার্টিকুলেট ম্যাটারের সাইজ ২.৫ বা তার বেশি হওয়ার কারণে, বিভিন্ন রকমের অসুখে আক্রান্ত হচ্ছেন হাজার হাজার মানুষ। বছরে দূষণের কারণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬,৪০,১১৩-তে।

অন্যদিকে, বিশ্বের সবচেয়ে জনঘনত্ব-বিশিষ্ট দেশ চিনের র‍্যাঙ্কিং ১২০। শুধুমাত্র উন্নয়নশীল দেশের দোহাই দিয়ে নিজেদের আর কত ধ্বংসের দিকে ঠেলে দেব আমরা?

Latest News See More